‘অমানুষ’ নিরবকে দেখা যাবে কাল থেকে

শুক্রবার (১৭ জুন) সারা দেশের ৪০টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘অমানুষ’। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার নায়ক নিরব হোসেন। সিনেমাটি নিয়ে তিনি বেশ আশাবাদী।
নিরব বলেন, ‘অমানুষ বন-জঙ্গলের জীবনযাত্রার গল্প। এই জীবনে নাগরিক স্পর্শ নেই। তার পরও কিছু কিছু চক্রের কারণে বিঘ্ন ঘটে জঙ্গলের জীবনে। এই ছবিতে আমি ডাকাত চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটির জন্য যথেষ্ট প্রস্তুতি নিতে হয়েছে। মাথার চুল ছেঁটে ফেলতে হয়েছে। পোশাকেও পরিবর্তন আনতে হয়েছে। দর্শক নতুন লুকে দেখবে আমাকে। যা অন্য কোনো সিনেমায় আগে দেখেনি।’
এই সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটছে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার। প্রথম সিনেমায় তার সহ-অভিনেতা নিরব। এ ছাড়াও সিনেমটিতে অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডনসহ অনেকে।
গত বছরের এপ্রিলে বান্দরবানে ‘অমানুষ’ সিনেমার শুটিং শুরু হয়। এরপর কয়েক দফায় রাঙামাটি, সিলেট, নারায়ণগঞ্জ, ভালুকাসহ দেশের বিভিন্ন স্থানে শুটিং শেষে আগস্টের মাঝামাঝিতে ঢাকায় শুটিং শেষ হয়। করোনা মহামারিতে নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়েই পুরো সিনেমার কাজ করেছেন শিল্পীরা। এখন দর্শক সিনেমাটি কীভাবে গ্রহণ করেন সেটি দেখার অপেক্ষার এর সঙ্গে সংশ্লিষ্ট সবাই।
আরআইজে