গর্ভাবস্থার দিনগুলো খুব মিস করছি: পরীমণি

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৯ আগস্ট ২০২২, ১১:৩৮ এএম


গর্ভাবস্থার দিনগুলো খুব মিস করছি: পরীমণি

কিছু দিন আগেই মা হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। একমাত্র ছেলে রাজ্যকে নিয়েই তাই এখন তার সমস্ত ধ্যানজ্ঞান। মাতৃত্বের স্বর্গীয় মুহূর্তগুলো দারুণ অনুভব করছেন নায়িকা। তবে এরমধ্যেও নিজের গর্ভাবস্থার দিনগুলো মিস করছেন।

শনিবার (২৭ আগস্ট) রাতে ফেসবুক একটি স্ট্যাটাস দিয়ে পরীমণি নিজেই তা জানিয়েছেন।

পরী লিখেছেন, ‘আমি আমার গর্ভাবস্থার দিনগুলো খুব মিস করছি। পেটের মধ্যে কেউ নড়ে না, আমার ভাল্লাগে না।’ সেই পোস্টের নিচে স্বামী অভিনেতা শরিফুল রাজকে মেনশন দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, কথাগুলো তাকেই বলছেন!

সেখানে রাজ এসে মন্তব্য করেছেন, ‘তোমাকে মনে পড়ছে পরী।’

পরীমণির আরও অনেক বন্ধু-শুভাকাঙক্ষীও ওই পোস্টে কমেন্ট করে তার এই অনুভূতির প্রতি ভালোবাসা জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান। যার নাম শাহীম মুহাম্মদ রাজ্য।

আরআইজে

Link copied