প্রিয় নায়ক যেখানে আছো, ভালো থেকো: শাবনূর

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৮ পিএম


প্রিয় নায়ক যেখানে আছো, ভালো থেকো: শাবনূর

বাংলা সিনেমার উজ্জ্বল নক্ষত্র, ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ’র ২৫তম মৃত্যুবার্ষিকী আজ ৬ সেপ্টেম্বর। ১৯৯৬ সালের এই দিনে ঢাকার ইস্কাটনে নিজ বাসায় ফ্যানের সঙ্গে সালমান শাহ’র ঝুলন্ত লাশ পাওয়া যায়। এই দিনে সালমান শাহকে স্মরণ করছে সিনেমাপ্রেমী অগণিত মানুষ।

পাশাপাশি সিনেমা জগতের তারকা এবং সহশিল্পীরাও ভালোবাসা জানাচ্ছেন সালমান শাহকে। তার সঙ্গে সবচেয়ে বেশি কাজ করেছিলেন নায়িকা শাবনূর। তাদের জুটি ঢালিউডের ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় জুটি হিসেবে বিবেচিত। তাই সালমান শাহকে ঘিরে শাবনূরের আবেগ, স্মৃতি একটু বেশিই বটে।

এদিন প্রয়াত সালমান শাহকে স্মরণ করে সামাজিকমাধ্যম ফেসবুকে নায়কের সঙ্গে তিনটি ছবি প্রকাশ করে শাবনূর লেখেন, ‘অমর নায়ক সালমান শাহের ২৬তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি। প্রিয় নায়ক যেখানে আছো ভালো থেকো সুখে থেকো। আল্লাহ তোমাকে জান্নাত দান করুক-আমিন।’

উল্লেখ্য, ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন সালমান শাহ। মাত্র তিন বছরে তিনি ২৭টি সিনেমা করেছিলেন। পেয়েছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা। শাবনূরের সঙ্গে তার উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো ‘স্বপ্নের পৃথিবী’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘জীবন সংসার’, ‘অন্তরে অন্তরে’, ‘আনন্দ অশ্রু’ ইত্যাদি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান সালমান শাহ। সেই রহস্য এখনো উদঘাটিত হয়নি।

আরআইজে

Link copied