ফেসবুকে ভুয়া আইডি, বিরক্ত অভিনেত্রী দিলারা জামান

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৬ পিএম


ফেসবুকে ভুয়া আইডি, বিরক্ত অভিনেত্রী দিলারা জামান

তারকাদের নামে সামাজিকমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খোলা নতুন কোনো ব্যাপার নয়। এবার ফেসবুকে ভুয়া আইডির ঝামেলায় পড়লেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। বিষয়টি নিয়ে বেশ বিরক্ত তিনি। জানালেন, এই বয়সে এসে বিতর্কের মুখে পড়তে হবে ভেবেই বিরক্ত হচ্ছেন অভিনেত্রী।

সম্প্রতি দিলারা জামানের নামে খোলা সেই ভুয়া আইডি থেকে লেখা হয়, ‘আমার শারীরিক অবস্থা খুব বেশি ভালো নয়। সবাই আমার জন্য দোয়া করিও।’ এরপরে আরেকটি স্ট্যাটাসে লিখেছেন, ‘যদি হারিয়ে যাই এই পৃথিবীর পরে, যদি বলি আর এসো না ফিরে, জেনে রেখো ভালোবেসেছিলাম ভবে।’

জ্যেষ্ঠ এই অভিনেত্রীর পোস্টগুলো সত্য ভেবে শেয়ারও করেন অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, গায়িকা শাকিলা শর্মাসহ বিনোদন অঙ্গনের অনেকে। এর পরপরই অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা জানতে ফোন করা হলে চমকে ওঠেন তিনি। বললেন, ‘আমি ভালো নেই কে বলল? এখনো ভালোই আছি।’

ফেসবুকের এই স্ট্যাটাসগুলো তবে কে দিচ্ছে? উত্তরে দিলারা জামান বলেন, ‘আমি তো ফেসবুক ব্যবহার করি না। মনে হয় আমার নামে আবার ভুয়া আইডি খুলেছে। সেখানে আমার সম্পর্কে ভ্রান্ত কথাবার্তা প্রচার করছে। আমি তো আল্লাহর রহমতে এখনো সুস্থ আছি। অভিনয় করে যাচ্ছি। কিন্তু কিছু মানুষ আমার সঙ্গে এমন করে যাচ্ছে কেন, বুঝছি না। এ কেমন বদমায়েশি করছে! আমাকে অনেকেই ফোন দিচ্ছে।’

তবে এবারই প্রথম নয়। এর আগে ২০২১ সালে দিলারা জামানের নামে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে অনেকে মিথ্যা তথ্য দিয়ে ভক্ত ও সহকর্মীদের বিভ্রান্ত করছিলেন।

Link copied