ঈদে মুক্তির মিছিলে আদর-বুবলীর ‘লোকাল’

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৬ এপ্রিল ২০২৩, ০৭:২৫ পিএম


ঈদে মুক্তির মিছিলে আদর-বুবলীর ‘লোকাল’

ঈদের বাকি আর মাত্র কয়েক দিন। এরপরই উৎসবে মেতে উঠবে পুরো দেশ। উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিতে মুক্তির মিছিলে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। এবার সে তালিকায় যুক্ত হলো চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা শবনম বুবলী জুটির দ্বিতীয় সিনেমা ‘লোকাল’। সাইফ চন্দন পরিচালিত সিনেমাটি ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশজুড়ে মহাসমারোহে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিওপেট্রা ফিল্মস।

গত সপ্তাহে সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে ‘লোকাল’। শনিবার (১৫ এপ্রিল) রাতে মুক্তির ঘোষণা দিয়ে সিনেমাটির ২ মিনিট ৪৫ সেকেন্ডের ট্রেলার প্রকাশ করা হয়েছে। রাজনৈতিক থ্রিলার ঘরানার গল্পের ‘লোকাল’ সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন আদর আজাদ ও শবনম বুবলী। এর আগে ‘তালাশ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন এ জুটি।

সিনেমাটি নিয়ে আদর বলেন, “পলিটিক্যাল থ্রিলার ঘরানার একটি গল্প ‘লোকাল’। চিত্রনাট্যে রয়েছে নতুনত্ব। গল্প নিয়ে এখনই কিছু বলা যাবে না। এতটুকু নিশ্চিত করতে পারি দর্শকদের জন্য চমক আছে। আদর-বুবলীতে দর্শক নিরাশ হবেন না। আশা করি, সবার পছন্দ হবে।”

নির্মাতা সাইফ চন্দন বলেন, “আমি ভালো সিনেমা নির্মাণের চেষ্টা করেছি। একেবারে প্রান্তিক পর্যায়ের গল্প তুলে আনা হয়েছে। নেতৃত্বের লড়াই এবং এলাকার পলিটিকস নিয়ে তৈরি হয়েছে ‘লোকাল’ সিনেমাটি।”

প্রসঙ্গত, আদর-বুবলী ছাড়া ‘লোকাল’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরীফ প্রমুখ। এটির গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন ফেরারী ফরহাদ।

Link copied