ওমর সানীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৩ মার্চ ২০২১, ০৬:১৫ পিএম


ওমর সানীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ওমর সানী

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। চলচ্চিত্র প্রযোজক ইকবাল হোসেন রোববার (২১ মার্চ) রাতে তাকে এ হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন সানী। এ বিষয়ে সেদিন রাতেই গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।

কী কারণে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন ইকবাল এ বিষয়ে জানতে চাইলে ওমর সানী বলেন, ‘ক্লাবের নাশতায় দেওয়া ডিমের দাম চেয়েছিল বিক্রেতা। কিন্তু দাম না দিয়ে ছোট্ট ছেলেটার ওপর চড়াও হন ইকবাল। পরিস্থিতি শান্ত করতে গেলে আমার ওপরই ক্ষেপে যান ইকবাল। উত্তেজিত হয়ে নোংরা গালি দেন আমাকে। আমার মৃত মাকে নিয়ে গালিগালাজ করতে থাকেন। আমাকে প্রাণনাশের হুমকি-ধমকি দেন।’

Dhaka Post
প্রযোজক ইকবাল

ওমর সানী আরও বলেন, ‘ঘটনার সময় আমি তাকে (ইকবাল) কাউন্টারে কিছু বলি নাই। তখন ক্লাবে অনেকেই উপস্থিত ছিলেন। সে কাঁটাচামচ নিয়ে ক্ষিপ্ত হয়ে তিনবার আমাকে আঘাত করার চেষ্টা করেছে। তাকে সবাই ফিরিয়েছে। নইলে কালই আমি মার্ডার হয়ে যেতে পারতাম।’

৯০ দশকের জনপ্রিয় এই চিত্রনায়ক আরও জানান, প্রাণনাশের হুমকির ঘটনায় তিনি এখনও শঙ্কিত। ইকবাল যে কোনো মুহূর্তে তার ক্ষতি করতে পারে। এ জন্য বাধ্য হয়ে রাতেই জিডি করেছেন। খুব দ্রুত ইকবালের গ্রেপ্তারও দাবি করেন সানী।

ওমর সানীর জিডি প্রসঙ্গে গুলশান থানার ওসি আবুল হাসান বলেন, ‘ওমর সানী একটা জিডি করেছেন। জিডিটা তদন্তে আমলযোগ্য কী না সেটা জানতে আদালতে আবেদন করেছি। আদালত তদন্তের নির্দেশনা দিলে আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেব।’

তবে প্রযোজক ইকবালের দাবি, তার নামে মিথ্যা অভিযোগ এনে জিডি করেছেন ওমর সানী।

Link copied