কবরীর জন্য দোয়া করছেন তারা

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৬ এপ্রিল ২০২১, ০৮:০১ পিএম


কবরীর জন্য দোয়া করছেন তারা

করোনায় আক্রান্ত হয়েছেন বরেণ্য অভিনেত্রী ও নির্মাতা সারাহ বেগম কবরী। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ফুসফুসের অবস্থাও ভালো নেই তার। এই তারকার জন্য দোয়া চাইছেন তার কাছের কয়েকজন প্রিয় মানুষ। তারা হলেন, ‌রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, শাবানা ও ববিতা। 

দেশের বরেণ্য এই চার অভিনেত্রী গণমাধ্যমে কবরীর প্রার্থনার কথা জানান। রুনা লায়লা বলেন, ‌'কবরীর ছেলে চিশতীর কাছ থেকে আমরা খোঁজ নিচ্ছি। খুবই খারাপ একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আল্লাহর কাছে আমরা সবাই প্রার্থনা করি। তিনি একমাত্র আমাদের রক্ষা করতে পারেন। কবরীর খবরটা আরও মন খারাপ করে দিয়েছে। তার জন্য দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।'

সাবিনা ইয়াসমিনের সঙ্গে কবরীর সম্পর্কটা বন্ধুত্বের। যার বয়স পাঁচ দশকেরও বেশি। অভিনেত্রীর ‘এই তুমি সেই তুমি’ সিনেমার সঙ্গীতপরিচালনা করেছেন এই বরেণ্য গায়িকা। 

সাবিনা ইয়াসমিন বলেন, 'কবরীর হাসপাতালে ভর্তির খবর আগেই জেনেছি। ভেবেছিলাম দ্রুত বাসায় ফিরবে। কিন্তু হঠাৎ লাইফ সাপোর্টের সংবাদটি খুব মন খারাপ করে দিল। ভয়াবহ এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। কিছুই ভালো লাগছে না।'

Dhaka Post
কবরী 

অভিনেত্রী ববিতা বলেন, ‌'কবরী আপার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। তাকে যেন দ্রুত সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দেয়। সবাই তার জন্য প্রার্থনা করবেন।'

শাবানা বলেন, ‌'দোয়া করি কবরী আপা আমাদের মাঝে দ্রুত ফিরে আসুক। সুস্থ হয়ে উঠুক তিনি। আমরা সবাই তার জন্য মন থেকে দোয়া করছি।’

উল্লেখ্য, গত ৫ এপ্রিল কবরীর ক‌রোনা রি‌পোর্ট পজিটিভ এলে তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে দরকার হয় আইসিইউর। কুর্মিটোলা হাসপাতালে আইসিইউ খালি না থাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এমআরএম

Link copied