মেহেদি নিয়ে ঘরে ঘরে যাচ্ছেন ববি

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১০ মে ২০২১, ০৩:১৪ পিএম


মেহেদি নিয়ে ঘরে ঘরে যাচ্ছেন ববি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নাম নায়িকা ববি। করোনার কারণে এবারের ঈদে তার কোনো সিনেমা মুক্তি না পেলেও প্রকাশ পেয়েছে ঈদ উপলক্ষে তার করা নতুন বিজ্ঞাপনচিত্র।

ববি বলেন, ‘এলিট মেহেদির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি বিজ্ঞাপনটি করেছি। ঈদের সঙ্গে মেহেদির বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে ঈদের সময়ে প্রতিটি ঘরে ঘরে ছোট থেকে বিভিন্ন বয়সীরা মেহেদি দিয়ে থাকে। মেহেদির এই বিজ্ঞাপনটি দিয়ে এবার ঈদে আমি ঘরে ঘরে পৌঁছে যাচ্ছি ভাবতেই ভালো লাগছে।’

Dhaka Post

ববি আরও বলেন, ‘করোনার কারণে নতুন সিনেমা নিয়ে হাজির হতে না পারলেও আমার দর্শক এবং ভক্তদের জন্য এবার এটাই আমার ঈদ উপহার। কাজটি বেশ বড় বাজেটের এবং নতুনত্ব ছিল। তাই করেও খুব আরাম পেয়েছি।'

বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা রাকিব আহমেদ।

Link copied