যেমন কাটবে দীঘির ঈদ

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১২ মে ২০২১, ০৫:৫৭ পিএম


যেমন কাটবে দীঘির ঈদ

সম্প্রতি চিত্রনায়িকা হিসেবে অভিষেক হয়েছে প্রার্থনা ফারদিন দীঘির। মুক্তি পেয়েছে দুটি সিনেমা। কিন্তু করেনার কারণে ঈদে সিনেমা হলে দেখা যাবে না তাকে। 

সিনেমা হলে না দেখা গেলেও একাধিক টিভি চ্যানেলে হাজির হবেন দীঘি। ঈদের বিশেষ ৫ অনুষ্ঠানে অংশ নিয়েছেন এই অভিনেত্রী। যেগুলোর শুটিং এরইমধ্যে শেষ হয়েছে।

Dhaka Post 

সময় টিভিতে ঈদের বিশেষ সম্পাদকীয়তে দেখা যাবে দীঘিকে। তার সঙ্গে আরও উপস্থিত থাকবেন অপু বিশ্বাস। এছাড়াও এটিএন বাংলা, এসএ টিভি, ডিবিসির বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি।

অন্যদিকে দীঘিকে দেখা যাবে এশিয়ান টিভির ‘রঙে আনন্দে ঈদ’ অনুষ্ঠানে। যেখানে তিনি ছাড়া আরও থাকবেন অপু বিশ্বাস, রোশান, নিরব। দীঘি বলেন, ‘করোনার জন্য এবার ঈদের আমেজটা আগের মতো নেই। তবুও আশা করি সবার ঈদ ভালো কাটবে।’

Dhaka Post

অনুষ্ঠানগুলো প্রসঙ্গে দীঘি বলেন, ‘প্রতিটি অনুষ্ঠানই ভিন্ন ধাঁচের। বেশ আনন্দ করেছি। প্রচারের পর দর্শকরা দেখতে পারবেন। আড্ডার মধ্যে অনেক প্রসঙ্গ উঠে এসেছে। যেগুলো আগে কোথাও বলা হয়নি।’

ঈদের পরিকল্পনা প্রসেঙ্গ দীঘি আরও বলেন, ‘ঢাকাতেই সবসময় ঈদ করা হয়। ঈদের দিনটা বাসাতেই কাটে। সারাদিন অতিথিরা আসতে থাকেন। তাদের সঙ্গে আড্ডা, খাওয়া-দাওয়া করে সময় চলে যায়। এরপর সন্ধ্যায় বের হওয়ার পরিকল্পনা রয়েছে। আশা করি ভালো একটি দিন কাটবে।’

এমআরএম

Link copied