মিথিলার সঙ্গে জনের নতুন চমক

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৩ মে ২০২১, ০১:২১ পিএম


মিথিলার সঙ্গে জনের নতুন চমক

অডিও শুনুন

কয়েক মাস ধরে দেশে বিভিন্ন শুটিংয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তাকে নিয়ে এবার নতুন চমক দেবেন ব্যান্ড তারকা জন কবির। শিল্পী নিজেই সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন। 

জন কবির ‘আই স্টারটেড অ্যা পডকাস্ট’ শিরোনামে এক শো শুরু করেছেন নিজস্ব ইউটিউব চ্যানেলে। যেখানে তার অতিথি হিসেবে আসেন বিভিন্ন অঙ্গনের তারকা মুখ। পোস্ট থেকে জানা গেল এবার তার অতিথির আসনে বসবেন মিথিলা।

Dhaka Post

(১৩ মে) দুপুরে মিথিলার সঙ্গে একটি ছবি পোস্ট করেন। যার ক্যাপশনে তিনি জানান, শুরু হয়েছে ‘আই স্টারটেড অ্যা পডকাস্ট’-এর দ্বিতীয় সিজন। আর মিথিলার সঙ্গে চমক নিয়ে আসছেন তিনি। 

অন্যদিকে সারপ্রাইজ নিয়ে তাহসান ও মিথিলা প্রসঙ্গে নতুন এক আলোচনাও তৈরি হয়েছে। তাহসান শনিবার (১৫ মে) সামাজিক মাধ্যমে স্ট্যাটাসে লেখেন, ‘এই শনিবার আপনাদের জন্য একটি চমক রয়েছে।’ এই পোস্টের কিছুক্ষণ পরেই  মিথিলা ফেসবুকে লেখেন, ‘সত্যিই! চমকের জন্য অপেক্ষায় আছি।’

এই সাবেক তারকা জুটির পর পর এমন স্ট্যাটার ভক্তদের মধ্যে আলোচনা তৈরি করে। যার খোলাসা হতে সময় লাগবে ঈদের পরদিন পর্যন্ত।

এমআরএম

Link copied