নাকে মুখে চোখে শুটিং করছি: পরীমনি

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৯ মে ২০২১, ০৯:৪২ পিএম


নাকে মুখে চোখে শুটিং করছি: পরীমনি

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির নতুন সিনেমা ‘মুখোশ’-এর শেষ লটের ক্যামেরা ক্লোজ হচ্ছে আজ ২৯ মে (শনিবার)। ঢাকার বাইরে গত মঙ্গলবার শেষ লটের শুটিং শুরু হয়। পরীমনি নিজেই মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সিনেমাটির দুটি গানের কিছু অংশের শুটিং অন্যভাবে করা হবে বলেও জানিয়েছেন পরী।

এখন শেষ মুহূর্তের শুটিং নিয়ে পুরোদমে ব্যস্ত জানিয়ে ঢাকা পোস্টকে পরী বলেন, ‘আমরা এখন নাকে, মুখে, চোখে শুটিং করছি। একদম খুব টাইটের মধ্যে আছি। আজ আমাদের ক্যামেরা ক্লোজ। আরও আগেই আমাদের শুটিং শেষ হয়ে যেতো, তবে প্যান্ডেমিকের কারণে হয়ে উঠেনি। তারপরও সবকিছু মিলিয়ে খুব সুন্দরভাবে কাজটি করতে পেরেছি এটাই সবচেয়ে আনন্দের।’

পরী বলেন, ‘আজকে আমাদের শুটিং শেষ, তাই সবার মধ্যে একটা দুঃখ দুঃখ ভাব! সেই শীতের মধ্যে শুটিং শুরু করেছিলাম। কত অভিজ্ঞতার মধ্যে দিনগুলো গেছে। সব কিছু মিলিয়ে আজ সবার মধ্যে মিশ্র একটা প্রতিক্রিয়া হচ্ছে। আমাদের ডিরেক্টর একটু পর হাসে, একটু কাঁদে, একটু অভিমান করে, একটু এক্সাইটেড, একটু খুশি। এই অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করতে পারব না।’

Dhaka Post

এই নায়িকা আরও যোগ করেন, ‘হিরো এখন বারান্দায় ঝুলবে। এটা নিয়ে প্রস্তুতি চলছে। আমার ছোট্ট একটা শর্ট বাকি। কিন্তু শুটিংটা আমার শেষ করতে ইচ্ছা করছে না। এই সিনেমার গল্প, পরিচালক এই দুই আমাকে বেশি নাড়া দিয়েছি।’

পরী আরও বললেন, ‘এই সিনেমার শুটিংয়ের সময় আমাদের প্রচুর পরিমাণে প্যারাসিটামলের মধ্যে থাকতে হয়েছে। সবার ঠান্ডা, কাশি, জ্বর, সর্দি লেগেই থাকত। ফলে আমাদের ফার্স্টএইড বক্সের মধ্যে সবসময় প্যারাসিটামল থাকত। কারও কিছু হলেই বলা হতো প্যারাসিটামল খাও।’

উল্লেখ্য, ‘মুখোশ’-এ পরীমনি অভিনয় করেছেন সোহানা চরিত্রে। আর তার নায়ক জিয়াউল রোশানকে দেখা যাবে ‘শায়ান’ চরিত্রে। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি নির্মাণ করছেন ইফতেখার শুভ।

আরআইজে

Link copied