অপূর্ব রানার ‘যন্ত্রণা’য় জাহারা মিতু

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১০ জুন ২০২১, ০৬:২৩ পিএম


অপূর্ব রানার ‘যন্ত্রণা’য় জাহারা মিতু

নায়িকা চূড়ান্ত না হওয়ায় নায়ক বাপ্পী চৌধুরীকে নিয়েই ‘যন্ত্রণা’র শুটিং শুরু হয় এ বছর ২৫ ফেব্রুয়ারি। সিনেমাটির পরিচালক অপূর্ব রানা। জানা যায়, কয়েকটি দৃশ্য ধারণের পর করোনার কারণে স্থগিত রাখা হয় কাজ। 

অবশেষে ‘যন্ত্রণা’র নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হলেন জাহারা মিতু। যিনি ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা থেকে পরিচিতি পেয়েছেন। 

সিনেমাটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘করোনার কারণে এতদিন শুটিং বন্ধ ছিল। এরমধ্যেই জাহারা মিতুকে আমরা চূড়ান্ত করেছি। বাপ্পীর সঙ্গে তার ফটোশুটও হয়েছে। চলতি মাসের শেষের দিকে এর শুটিং আবারও শুরু হবে।’

Dhaka Post
বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু

মেঘনা নদীর তীরে ‘যন্ত্রণা’র শুটিং শুরু হয়েছিল। যেখানে অংশ নিয়েছিলেন বাপ্পী। নায়িকা চূড়ান্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘অপূর্ব ও রানা ভাইয়ের সঙ্গে এর আগেও কাজ করেছি। আর এবার সিনেমার গল্পটিও দারুণ। দর্শকরা নতুন কিছু পেতে যাচ্ছেন। প্রথমবার জাহারা মিতুর সঙ্গে কাজ করব। আশা করি ভালো কিছুই দিতে পারব আমরা।’

অন্যদিকে এই প্রসঙ্গে মিতু বলেন, ‘অনেকদিন আগেই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। শিগগিরই শুটিং শুরু হবে। আশা করছি ভালো একটি কাজ উপহার দিতে পারব।’

এমআরএম

Link copied