ড্যানি সিডাকের আড্ডায় অপু বিশ্বাস-দিঘী

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৭ জুলাই ২০২১, ০২:৪৮ পিএম


ড্যানি সিডাকের আড্ডায় অপু বিশ্বাস-দিঘী

এবার ঈদে তারকাবহুল অনুষ্ঠানে সেজেছে বিটিভির অনুষ্ঠানমালা। বাংলাদেশ টেলিভিশন তাদের ঈদের আয়োজনে রেখেছে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণে চারটি আড্ডার অনুষ্ঠান।

বিটিভির অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১০ মিনিটে প্রচারিত হবে ফজলে আজিম জুয়েলের প্রযোজনায় চলচ্চিত্র জগতের তারকাদের নিয়ে অনুষ্ঠান ‘সেলিব্রেটি আড্ডা’। যেখানে অংশ নিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও প্রার্থনা ফারদিন দিঘী। অনুষ্ঠানটি উপস্থাপনায় রয়েছেন সিনেমার আরেক অভিনেতা ড্যানি সিডাক।

এছাড়া ঈদের দিন দুপুর ১২ টা ২০ মিনিটে প্রচারিত হবে ক্রীড়া অঙ্গনের তারকাদের নিয়ে ‘কথার মাঠে’। এই অনুষ্ঠানে আছেন ক্রিকেটার জাবেদ ওমর বেলিম, ফুটবলার জামাল ভূইয়া, মহিলা ক্রিকেটার জাহানারা আলম, ভার উত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত এবং কারাতে খেলোয়াড় মারজানা আক্তার প্রিয়া। মাহফুজার রহমানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনায় দেবাশীষ বিশ্বাস ও শ্রাবণ্য তৌহিদা।

ঈদের দ্বিতীয় দিন দুপুর ১২টা ২০ মিনিটে রয়েছে রিয়েল লাইফ আড্ডামূলক অনুষ্ঠান ‘এইসব আমাদের গল্প’। নূর আনোয়ার রঞ্জুর প্রযোজনায় এটি উপস্থাপনা করেছেন সায়েম সালেক ও মৌসুমী মৌ। অনুষ্ঠানে দেখা যাবে- সায়েম সালেক ও মৌসুমী মৌ নবদম্পতি। ঈদ উপলক্ষ্যে দুজন তাদের কাছের স্বজনদের দাওয়াত করেন। একজনের আমন্ত্রিত অতিথি সুজিত মোস্তফা, মুনমুন আহমেদ ও অপরাজিতা মোস্তফা। অন্যজনের অতিথি নরেশ ভূঁইয়া, শিল্পী সরকার অপু ও ইয়াশ রোহান। লকডাউন ও করোনার কারণে দুপক্ষরই আসতে দেরি হয়। তারপরও জমে যায় আড্ডা।

ঈদের ৩য় দিন দুপুর ১২টা ২০ মিনিটে প্রচারিত হবে ফান বিষয়ক আড্ডা অনুষ্ঠান ‘রঙ্গ কথা’। মোকলেছুর রহমান খানের প্রযোজনায় এটি উপস্থাপনা করেছেন অর্চি রহমান ও ইমতু রাতিশ। অনুষ্ঠানে দেখা যাবে-কোলাহলময় ইমতু ও অর্চির ড্রয়িংরুম। আমন্ত্রিত অতিথিরা আড্ডায় মগ্ন। এদিকে সরাসরি অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে। কিন্তু তাদের আড্ডা থামছে না। 

আরআইজে

Link copied