পরীমণির জন্য পরিচালকদের দরজা খোলা

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৩ আগস্ট ২০২১, ০৫:২১ পিএম


পরীমণির জন্য পরিচালকদের দরজা খোলা

অডিও শুনুন

মাদক মামলায় গ্রেফতার হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) তৃতীয় ধাপে তাকে আদালতে তোলা হয়। এদিন জামিনের আবেদন করা হলেও সেটা নামঞ্জুর করেন আদালত। তাই কারাগারেই থাকতে হচ্ছে সুদর্শনা এই নায়িকাকে।

এদিকে গ্রেফতার হওয়ার পর পরীমণির সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। গত ৭ আগস্ট এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটি এই ঘোষণা দেয়। তবে পরীর পাশে রয়েছেন পরিচালকেরা। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক শাহীন সুমন ব্যক্তিগত উদ্যোগে এই নায়িকার সমর্থনে স্ট্যাটাস দিয়েছেন। বলেছেন, পরীমণির জন্য ইন্ডাস্ট্রির দরজা খোলা রয়েছে।

সফল নির্মাতা শাহীন সুমন তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘সাম্প্রতিক ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে সোজাসাপ্টা বলি, পরীমণি ন্যায়বিচার পাক। নিজের ভুল-ত্রুটি এবং অতীত কর্মকাণ্ড সংশোধন, পরিমার্জন করে পরিশোধিত হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। ইন্ডাস্ট্রির দরজা তার জন্য খোলা রইল।’

শাহীন সুমনের এই বক্তব্যে সমর্থন দিয়েছেন ঢালিউডের আরও কয়েকজন পরিচালক। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক সমর্থন জানিয়ে লিখেছেন, ‘ধন্যবাদ ভাই।’

‘কমন জেন্ডার’ খ্যাত পরিচালক ও পরিচালক সমিতির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নোমান রবিন লেখেন, ‘সমিতির একজন সদস্য হিসেবে আমি গর্বিত। সম্মানিত মহাসচিব হিসেবে আপনার এমন পরিষ্কার কথা, সোজাসাপ্টা অবস্থান, আমরা খুব পছন্দ হয়েছে।’

নির্মাতা মনিরুল ইসলাম সোহেল লেখেন, ‘বাংলা চলচ্চিত্র আমার অহংকার। আমি চলচ্চিত্র পরিচালক। এটা আমার অহংকার। শিল্পী-কলাকুশলী আমাদের পরিবার। আমি পাশে আছি, আমি থাকব। ফাসির মঞ্চে দাঁড়িয়ে বলব আমি পরিচালক। শিল্পী মানেই শিল্পী। অন্যায় হলে বিচার হবে। বাছ-বিচারের আগে বিচার যেন না হয়।’

জ্যেষ্ঠ পরিচালক শাহ আলম মন্ডল লেখেন, ‘ধন্যবাদ ভাই। কারণ সবাই ধান্দাবাজি করতে চায়, যারা পারে না তারা ওর বিরুদ্ধে।’

‘জাগো’ খ্যাত পরিচালক খিজির হায়াত খান লিখেছেন, ‘একমত পোষণ করি। ধন্যবাদ।’

কেআই

Link copied