মিথিলার সঙ্গে শুরু, নওশাবাকে নিয়ে ইতি টানলেন নিরব!

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৮ আগস্ট ২০২১, ০৭:০৫ পিএম


মিথিলার সঙ্গে শুরু, নওশাবাকে নিয়ে ইতি টানলেন নিরব!

চিত্রনায়ক নিরবের নতুন সিনেমা ‘অমানুষ’। নির্মাণ করছেন অনন্য মামুন। দুর্ধর্ষ কাহিনী নিয়ে নির্মাণাধীন এই সিনেমার শুটিং শেষ হয়েছে। বুধবার (১৮ আগস্ট) ছিল সিনেমাটির শেষ দিনের শুটিং। তথ্যটি ঢাকা পোস্ট’কে নিশ্চিত করেছেন নিরব নিজেই।

তিনি জানান, শেষ দিনের শুটিংয়ের জন্য তারা গিয়েছেন একটি সীমান্তবর্তী এলাকায়। সেখানে গহীন জঙ্গলের ভেতর ধারণ করা হয়েছে দৃশ্য। নিরবের ভাষ্য, ‘এমন পরিবেশে শুটিং করার অভিজ্ঞতা একেবারে অন্যরকম। চারদিকেই জঙ্গল। লোকালয় থেকে অনেকটা দূরে। তাছাড়া আমার ওসমান ডাকাত চরিত্রটিও ব্যতিক্রম। এই চরিত্র নিজের ভেতর ধারণ করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। দর্শকরা পর্দায় সেটা বুঝতে পারবেন।’

নিরব আরও জানান, শেষ দিনের শুটিংয়ের তার সঙ্গে ছিলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। অন্যদিকে সিনেমাটির প্রথম দিনের চিত্রায়ণে নিরবের সঙ্গে ছিলেন মিথিলা। তিনি বর্তমানে রয়েছেন ভারতে। এই তিনজন ছাড়াও ‘অমানুষ’-এ আছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ অপুর মতো গুণী অভিনেতারা।

Dhaka Post

শুটিং তো শেষ, তাহলে মুক্তি কবে? এমন প্রশ্ন রাখা হয় নিরবের কাছে। জবাবে তিনি বলেন, ‘এখন যে পরিস্থিতি চলছে, তাতে মুক্তির তারিখ নির্দিষ্ট করে বলা আসলে সম্ভব নয়। আমাদের তো অবশ্যই চেষ্টা থাকবে, দর্শকদের সামনে শিঘ্রই আসার। কিন্তু সেটা নির্ভর করছে সার্বিক পরিস্থিতির ওপর।’

এর আগে অনন্য মামুনের পরিচালনায় নিরব অভিনয় করেছেন ‘কসাই’ নামের একটি সিনেমায়। সেটি মুক্তি পেয়েছিল অনলাইন প্ল্যাটফর্ম আই থিয়েটারে। ‘অমানুষ’-এর ক্ষেত্রেও তেমনটা হবে কিনা জানতে চাইলে নিরব বলেন, ‘আসলে সবাই তো প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্যই সিনেমা বানায়। কিন্তু সময় ও পরিস্থিতির কারণে বিকল্প পথে হাঁটতে হয়। আমাদের পুরো টিমের অনেক আশা এই সিনেমা নিয়ে। তাই প্রেক্ষাগৃহেই দর্শকদের নিয়ে সিনেমাটি দেখতে চাই।’

কেআই

Link copied