প্রাক্তন স্বামীকে খোঁচা দিলেন মাহিয়া মাহি?

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৩ পিএম


প্রাক্তন স্বামীকে খোঁচা দিলেন মাহিয়া মাহি?

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ১২ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা ৫ মিনিটে তিনি গাজীপুরের ব্যবসায়ী-রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন। বিয়ের ছবিসহ খবরটি মাহি নিজেই প্রকাশ্যে এনেছেন। যদিও আগে থেকেই তাদের বিয়ের গুঞ্জনটি মিডিয়া পাড়ায় ছড়িয়ে পড়েছিল।

মাহির নতুন বিয়েতে শুভকামনা জানিয়েছেন তার আগের স্বামী পারভেজ মাহমুদ অপু। যিনি সিলেটের একজন ব্যবসায়ী। ২০১৬ সালে বিয়ের পর মাহি ও অপু প্রায় পাঁচ বছর সংসার করেছেন। চলতি বছরের মে মাসে মাহি বিচ্ছেদের ঘোষণা দেন।

এদিকে অপু শুভেচ্ছা ও শুভকামনা জানালেও মাহি যেন তাকে ইঙ্গিত করে খোঁচা দিয়েছেন। নতুন বিয়ের তিন দিন পর বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেসবুকে একটি ছবি পোস্ট করেন মাহি। সেটার ক্যাপশনেই তিনি ইঙ্গিতপূর্ণ কথা লিখেছেন।

মাহি লিখেছেন, ‘যখন আপনি কাউকে আপনার জীবন থেকে বাদ দেন, তখন তারা মানুষকে পুরো গল্পটি বলবে না, তারা কেবল তাদের সেই অংশটি বলবে; যা আপনাকে খারাপভাবে প্রকাশ করবে এবং তাদেরকে নির্দোষ দেখাবে।’

অপু গণমাধ্যমের কাছে বলেছিলেন, ‘বিয়ের খবর শুনেছি আগেই। আজ ফেসবুকে দেখলাম। তার নতুন জীবনের জন্য শুভকামনা রইল। আমার পরিবারের মান-সম্মান অনেক বড়। এ ব্যাপারে আমি আর কথা বলতে আগ্রহী নই। আমি খুব সাধারণ মানুষ, সাধারণভাবেই জীবন-যাপন করতে চাই।’

Dhaka Post

যদিও মাহি তার স্ট্যাটাসে অপুর নাম উল্লেখ করেননি, কিন্তু নেটিজেনদের বুঝতে বাকি নেই, কথাটি তিনি প্রাক্তন স্বামীকে নিয়েই লিখেছেন। এদিকে মাহির এই পোস্টে কমেন্ট করেছেন তার বর্তমান স্বামী রাকিব সরকার। তিনি লিখেছেন, ‘কয় জন বড় হয় না, সয় জন বড় হয়।’

উল্লেখ্য, অপুকে বিয়ে করার পর ২০১৬ সালে মাহির আরও একটি বিয়ের খবর প্রকাশ্যে আসে। শাওন নামের এক ব্যক্তিকে তিনি ২০১৫ সালে বিয়ে করেছিলেন। বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় সাইবার আইনে মামলাও করেছিলেন মাহি। সেই মামলার তদন্তে মাহি ও শাওনের বিয়ের সত্যতা পাওয়া যায়।

কেআই

Link copied