আকর্ষণীয় রূপে আসছেন ববি

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৫ এএম


আকর্ষণীয় রূপে আসছেন ববি

ঢাকাই সিনেমার নায়িকা ববি বড় পর্দার মুখ। ছোট পর্দায় তাকে দেখা যায় না বললেই চলে। ক্যারিয়ারে হাতেগোনা কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। সর্বশেষ প্রায় দেড় বছর আগে তাকে দেখা গিয়েছিল বিজ্ঞাপনে। তবে পছন্দসই হওয়ায় নতুন একটি প্রোমোশনাল চিত্রে কাজ করলেন এ নায়িকা।

গত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিরুলিয়ার একটি শুটিং হাউজে বিজ্ঞাপনচিত্রটির শুটিং শুরু হয়ে শেষ হয় পরদিন বুধবার (১৫ সেপ্টেম্ব)। এটি নির্মাণ করছেন রেহমান খলিল।  

ববি জানান, এই বিজ্ঞাপনে গ্ল্যামারকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ এটি একটি বিউটি সোপের বিজ্ঞাপন। ববির ভাষ্য, ‘কিছু কাজ থাকে যা করার সময় বোঝা যায় ভালো নাকি মন্দ ফল আসবে! বিজ্ঞাপনটির শুটিং আয়োজন ও নির্মাণ ভাবনা এবং আমার উপস্থিতি সবকিছু মিলিয়ে এক কথায় অসাধারণ। প্রচারের পর দর্শকরা বুঝতে পারবেন।’

Dhaka Post

করোনা মহামারির কারণে দীর্ঘদিন কাজ থেকে দূরে ছিলেন ববি। এই বিজ্ঞাপনের মাধ্যমেই বড় পরিসরের কাজে ফিরেছেন তিনি। তবে সিনেমা নিয়ে ফেরার জন্য আরও সময় নিতে চান এ নায়িকা। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে তবেই তিনি সিনেমার শুটিং শুরু করবেন।

শিগগিরই একটি ওয়েব ফিল্মের শুটিং শুরুও করবেন বলে জানিয়েছেন ববি। এর নাম ‘ময়ূরপঙ্খী’। নির্মাণ করবেন রশিদ পলাশ। কিছু দিনের মধ্যেই প্রজেক্টটির ঘোষণা আসবে।

উল্লেখ্য, ববিকে এর আগে পাওয়ার, এলিট মেহেদী, ওয়ারিদ টেলিটম, ওয়ালটন ইত্যাদির বিজ্ঞাপনচিত্রে দেখা গেছে।

কেআই/আরআইজে

Link copied