শুটিংয়ে আহত হয়ে হাঁটতে পারছেন না নিরব

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৮ নভেম্বর ২০২১, ০২:৫৫ পিএম


শুটিংয়ে আহত হয়ে হাঁটতে পারছেন না নিরব

শুটিং চলাকালীন আহত হয়েছেন চিত্রনায়ক নিরব। সিলেটের জাফলংয়ে একটি পদ্মবিলে বুধবার রাত ১টা নাগাদ নৌকায় শুটিং চলাকালে তার বাম পায়ের তালু কেটে জখম হয়েছে।

দ্রুত স্থানীয় জয়ন্তিকা সরকারি স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে নিরবকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তার পায়ে ব্যান্ডেজ করা। এজন্য শুটিং করতে পারছেন না। পুরোপুরি বিশ্রামে আছেন। জাফলং থেকে আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে খবরটি জানিয়েছেন নিরব।

সাইফ চন্দনের পরিচালনায় জাফলংয়ে ‘কয়লা’ সিনেমার শুটিং করছিলেন নিরব। তার সঙ্গে সেখানে শুটিং করছিলেন চিত্রনায়িকা বুবলীও। তবে তিনি সুস্থ আছেন।

দুর্ঘটনায় বর্ণনা দিতে গিয়ে এ নায়ক বলেন, ‘যে পদ্মবিলে আমরা শুটিং করছিলাম সেখানে সাপ ও জোঁকে ভরা। এসবের মধ্যে পানিতে নেমে শুটিং করছিলাম। শেষ দৃশ্যটি পুনরায় দেয়ায় সময় পায়ে প্রায় ৫ ইঞ্চির জোঁক কামড় দেয়। প্রথমে বুঝতে পারিনি জোঁক। পরে কোনোভাবেই জোঁক সরাতে না পেরে নৌকার বাঁশের ছাঁচে সজোরে ঘষা দিলে অনেকখানি পায়ের তালু জখম হয়। শুটিং তো দূরে, হাঁটতেও পারছি না।’

এদিকে নিরব আহত হওয়ায় আপাতত সিনেমাটির শুটিং বন্ধ রাখা হয়েছে। নিরব সুস্থ হলেই পুনরায় শুটিং শুরু করবেন নির্মাতা সাইফ চন্দন।

গত ৭ নভেম্বর থেকে সিলেট অঞ্চলে চলছে ‘কয়লা’র শুটিং। আব্দুল্লাহ জহির বাবুর কাহিনি ও সংলাপে সিনেমাটি নির্মাণ হচ্ছে সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনালের ব্যানারে। এতে নিরব-বুবলী ছাড়াও অন্যতম চরিত্রে অভিনয় করছেন রাশেদ মামুন অপু।

আরআইজে

Link copied