মরুর বুকে স্বামীর কপালে মাহির চুম্বন

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৫ ডিসেম্বর ২০২১, ০২:১৪ পিএম


মরুর বুকে স্বামীর কপালে মাহির চুম্বন

বিস্তীর্ণ মরুভূমি। সূর্য ডুবে যাওয়ার আগে রক্তিম বর্ণ ধারণ করেছে। পেছনে সূর্যকে রেখে ভালোবাসাময় ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন দু’জন মানুষ। তারা হলেন জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকার।

একই স্থানে নানা ভঙ্গিমায় তোলা বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন মাহি। তাতে দেখা গেল,  কালো বোরকায় আপাদমস্তক ঢেকে রেখেছেন নায়িকা। মুখটা কেবল উন্মুক্ত। তার স্বামীর পরনে পাঞ্জাবি-পায়জামা।

Dhaka Post

কখনো স্বামীকে জড়িয়ে ধরেছেন, কখনো হাঁটু গেঁড়ে বসে থাকা রাকিবের কপালে চুম্বন করছেন, আবার কখনো স্বামী তাকে ফুল দিয়ে ভালোবাসা জানাচ্ছেন। এমন রোম্যান্টিক ভঙ্গিমায় ক্যামেরাবন্দি হয়েছেন তারা। ছবিগুলোর ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘শুকুর আলহামদুলিল্লাহ্‌।’ সঙ্গে জুড়ে দিয়েছেন চারটি লাভ ইমোজি।

আরও পড়ুন : সাবেক স্বামীকে ভুলতে পারছেন না মাহি?

ধারণা করা হচ্ছে, মাহি ও তার স্বামী ছবিগুলো তুলেছেন সৌদি আরবের কোনো এলাকায়। কেননা তারা সম্প্রতি ওমরাহ করতে মক্কায় গেছেন। গত ২৪ নভেম্বর ফেসবুকে পোস্ট দিয়ে খবরটা জানান মাহি। ওই সময় তিনি বিমানবন্দরে তোলা বোরকা পরা কয়েকটি ছবি শেয়ার দিয়ে ওমরাহর কথা প্রকাশ্যে আনেন।

Dhaka Post

তখন মাহি বলেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার ওমরাহতে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে। রাকিব সরকার (স্বামী) তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

আরও পড়ুন : চারদিকে পুরুষ, প্রেমিক তো দেখি না: মাহি

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। এরপর স্বামীকে নিয়ে রাজধানীতে নতুন একটি বাসায় উঠেছেন নায়িকা।

রাকিবের আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে সংসার করেছিলেন মাহি। ২০১৬ সালে বিয়ে করেছিলেন তারা। চার বছর সংসার করার পর গত মে মাসে ডিভোর্সের ঘোষণা দেন তিনি।

কেআই/আরআইজে

Link copied