অবস্থার উন্নতি, আইসিইউ থেকে কেবিনে সোহেল রানা

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৭ জানুয়ারি ২০২২, ১২:২৫ পিএম


অবস্থার উন্নতি, আইসিইউ থেকে কেবিনে সোহেল রানা

বর্ষীয়ান অভিনেতা সোহেল রানার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এজন্য তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে মাশরুর পারভেজ।

তিনি বলেন, ‘বৃহসস্পতিবার রাতে আব্বুকে কেবিনে নেওয়া হয়েছে। তার অবস্থা আগের চেয়ে ভালো। চিকিৎসায় সাড়া দিচ্ছেন।’

জানা গেছে সোহেল রানা বর্তমানে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৫ ডিসেম্বর রাতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। মূলত করোনা উপসর্গ নিয়েই চিকিৎসকের দ্বারস্থ হন তিনি। এরপর করোনা শনাক্ত হয় তার শরীরে।

করোনা ও বার্ধক্যজনিত কারণে সোহেল রানার অবস্থার অবনতি হতে থাকে। এ কারণে তাকে লাইফ সাপোর্টে পর্যন্ত নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়কদের একজন সোহেল রানা। তার পুরো নাম মাসুদ পারভেজ সোহেল রানা। সিনেমায় তার পথচলা শুরু হয়েছিল প্রযোজক হিসেবে। তার অর্থায়নে নির্মিত হয়েছিল মুক্তিযুদ্ধের প্রথম পূর্ণাঙ্গ সিনেমা ‘ওরা ১১ জন’।

১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে ‘মাসুদ রানা’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর বহু নন্দিত সিনেমায় অভিনয় করেছেন। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

কেআই

Link copied