বিয়ের পর চমকে দিলেন মিম!

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৪ জানুয়ারি ২০২২, ০৩:১৬ পিএম


বিয়ের পর চমকে দিলেন মিম!

গত বছরের আগস্টেই চমকে দিয়েছিলেন ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম। মেদ ঝরিয়ে নিজেকে জিরো ফিগার নায়িকা হিসেবে গড়ে তোলেন। নিয়মিত জিমে সময় দিয়েছেন, পরিশ্রম করেছেন। ছয় মাস টানা কসরতের পর কাঙ্খিত স্লিম ফিগার পান মিম।

এরপর থেকেই বিভিন্ন ফটোশুটে নজরকাড়া রূপে দেখা দিয়েছেন নায়িকা। কখনো কখনো সাহসের গালিচায় ভর দিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন স্বল্পবসনায়। ফের একবার নিজের রূপের ঝলকে মাতিয়ে দিলেন মিম। ঝড় তুলে দিলেন ভক্তদের হৃদয়ে।

রোববার (২৩ জানুয়ারি) ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করেন মিম। সেখানে দেখা গেল, তার পরনে রয়েছে সাদা প্যান্ট এবং ডোরাকাটা স্কিনফিট টপস। আবেদনময়ী ভঙ্গিমায় দিয়েছেন পোজ। ছবিগুলো তুলে দিয়েছেন রফিকুল ইসলাম র‍্যাফ।

আরও পড়ুন : গাড়িতে লুকিয়ে প্রেম করতেন মিম ও সনি

ছবির ক্যাপশনে মিম লেখেন, ‘পোশাক তোমার মেজাজ ও আত্মবিশ্বাস পরিবর্তন করে দিতে পারে’। দুটি ছবির মধ্যে একটিতে রিঅ্যাকশন পড়েছে ৩৭ হাজারের বেশি, অন্যটিতে ৩৩ হাজার।

হাজার হাজার মন্তব্যে ভক্তরা মিমের প্রতি তাদের ভালোলাগা প্রকাশ করেছেন। প্রিয় নায়িকাকে আকর্ষণীয় রূপে দেখে তাদের যেন ঘুম উড়ে গেছে। কেউ কেউ আবার মজার ছলে মিমের স্বামী সনি পোদ্দারের কাছে উড়ো অভিযোগও দাখিল করেছেন।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি বিয়ে করেছেন মিম। তার স্বামী সনি পোদ্দার একজন ব্যাংকার। দীর্ঘ ছয় বছর প্রেম করার পর তারা বিয়ে করলেন। দুই পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে সাত পাকে বাঁধা পড়েন মিম-সনি।

আরও পড়ুন : পুরুষের বেশে নায়িকা বিদ্যা সিনহা মিম

বিয়ের পর থেকে অনেকদিন যাবত কেবল বিয়ের ছবিই শেয়ার করেছিলেন মিম। এভাবে সাহসী অবতারে, রূপের ঝলক নিয়ে অনুসারীদের সামনে হাজির হননি। অনেকদিন পর চেনা ঢঙে ফিরে যেন চমকে দিলেন নায়িকা।  

এর আগে গত বছরের ১০ নভেম্বর বাগদান সেরেছিলেন মিম ও সনি। তাদের প্রেম শুরু হয়েছিল ফেসবুকে মজার ছলে চ্যাটিং করতে গিয়ে। এরপর মনের লেনাদেনা। তবে ক্যারিয়ারের কথা ভেবে সম্পর্কের কথা শতভাগ গোপন রেখেছিলেন দু’জনেই।

কেআই/আরআইজে

Link copied