কারা জিতছেন অস্কার? অপেক্ষা আর মাত্র কয়েকদিন

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৩ মার্চ ২০২২, ০৮:২৯ এএম


কারা জিতছেন অস্কার? অপেক্ষা আর মাত্র কয়েকদিন

চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মাননা অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। পুরষ্কারটি অস্কার পুরষ্কার হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত।  

চলতি বছরের এ আসরের কাউন্টডাউন ইতোমধ্যে শুরু হয়ে গেছে। সাধারণত ফেব্রুয়ারির শেষে বা মার্চ মাসের শুরুর দিকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এবারের আসর বসছে ২৭ মার্চ।

অস্কারের এবারের আসরে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে ‘দ্য পাওয়ার অব দ্য ডগস’ সিনেমাটি। বেস্ট পিকচারসহ মোট ১২টি বিভাগে মনোনয়ন পেয়েছে এটি।  

দ্বিতীয় সর্বোচ্চ ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছে ডেনি ভিলন্যুভ পরিচালিত ‘বেলফাস্ট’। এছাড়া কেনেথ ব্রানার ‘বেলফাস্ট’ এবং স্টিভেন স্পিলবার্গের ‘ওয়েস্ট সাইড স্টোরি’ পেয়েছে ৭টি করে মনোনয়ন।

অস্কারের পুরো মনোনয়ন তালিকা দেখতে এখানে ক্লিক করুন। 

আগামী ২৭ মার্চ যুক্তরাষ্ট্রে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯৪তম অস্কার। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে ২০০টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করা হবে এই আয়োজন।

এই বছর অস্কারের মঞ্চে তিনজন থাকবেন সঞ্চালক হিসেবে। তারা হলেন- ওয়ানডা সাইকস, অ্যামি শুমার এবং রেজিনা হল।  

অস্কারে যোগ দিতে হলে এই বছর আমন্ত্রিতদের করোনা টিকা নেওয়া থাকতে হবে। দূরত্ববিধি মেনে তাদের বসতে দেওয়া হবে বলে জানানো হয়েছে। 

এনএফ

Link copied