সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আইসিইউতে হলিউড অভিনেত্রী

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

০৬ জুন ২০২১, ০৫:৪৬ পিএম


সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আইসিইউতে হলিউড অভিনেত্রী

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী লিসা বেনস। 'গন গার্ল' খ্যাত এই অভিনেত্রী বর্তমানে নিউ ইয়র্কের মাউন্ট সিনাই মর্নিংসাইড হাসপাতালের আইসিইউতে রয়েছেন।

অভিনেত্রীর ম্যানেজার ডেভিড উইলিয়ামস সংবাদমাধ্যমকে জানান, শনিবার রাতে একটি স্কুটার লিসা বেনসকে চাপা দিয়ে চলে যায়। নিউইয়র্কের ম্যানহাটনের লিংকন সেন্টারের কাছে ঘটে এই দুর্ঘটনা। সে সময় নিজের পুরনো স্কুল জুলিয়ার্ড-এ যাওয়ার জন্য অ্যামস্টারডাম অ্যাভিনিউ-এর রাস্তা পার হচ্ছিলেন অভিনেত্রী।

এই ঘটনায় ইতিমধ্যেই হিট অ্যান্ড রান-এর মামলা দায়ের করেছে পুলিশ। তবে স্কুটার চালকের খোঁজ এখনও পাওয়া যায়নি।

উল্লেখ্য, হলিউডের অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন লিসা বেনস। ২০১৪ সালে মুক্তি পাওয়া 'গন গার্ল' সিনেমায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। ১৯৮৮ সালে ‘ককটেল’ সিনেমায় টম ক্রুজের সঙ্গেও অভিনয়ের অভিজ্ঞতা আছে তার।

'ন্যাশভিলে', 'মাস্টার অফ সেক্স', 'ম্যাডাম সেক্রেটারি'সহ একাধিক মার্কিন টেলিভশন শোতেও অভিনয় করেছেন ৬৫ বছর বয়সী লিসা বেসন। এই মাধ্যমেও তিনি বেশ জনপ্রিয়।

আরআইজে

Link copied