মুসলিমদের বিকৃত চরিত্র প্রদর্শনে ব্রিটিশ অভিনেতার প্রতিবাদ

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৩ জুন ২০২১, ১২:৫২ পিএম


মুসলিমদের বিকৃত চরিত্র প্রদর্শনে ব্রিটিশ অভিনেতার প্রতিবাদ

পশ্চিমা সিনেমায় মুসলিমদের নেতিবাচকভাবে দেখানো হয় প্রায়। এমন চিত্র বদলাতে এবার উদ্যোগ নিলেন প্রথম অস্কারজয়ী মুসলিম অভিনেতা রিজ আহমেদ। ১১ জুন (শুক্রবার) টুইটারের ভিডিও বার্তায় তিনি এই কথা জানান। 

মুসলিমদের অন্তর্ভূতিমূলক উদ্যোগে মুসলিম গল্পকারদের জন্য তহবিল ও পরামর্শ প্রদানের ব্যবস্থার কথা জানান রিজ। বিকৃত চরিত্র প্রদর্শনের প্রসঙ্গে তিনি বলেন, ‘পর্দায় যেভাবে মুসলিমদের হেয় করা হচ্ছে, তা দেখে চুপ থাকা সম্ভব নয়।’

তিনি আরো বলেন, ‘ইসলাম নিয়ে পশ্চিমা সিনেমার নেতিবাচক অবস্থা পরিবর্তনের জন্য শুধুমাত্র মুসলিম অভিনেতাদের আকাশচুম্বী সাফল্য যথেষ্ট নয়। বরং এ অবস্থার উন্নতির জন্য নিজ থেকে উদ্যোগ গ্রহণ করা জরুরি।’

Dhaka Post

মিসিং এন্ড ম্যালানড শিরোনামে প্রকাশিত অ্যানেনবার্জ ইনক্লুসন ইনিশিয়েটিভের সমীক্ষায় দেখা যায়, ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া থেকে যেই সিনেমাগুলো মুক্তি পেয়েছে সেখানে ১০ ভাগেরও কম মুসলিম চরিত্র তুলে ধরা হয়েছে। 

রিজ বলেন, ‘মুসলিম মানেই তো কোনো নেতিবাচক ধারণা নয়। কিন্তু পর্দায় সেটিই তুলে ধরা হচ্ছে। যা দেখে আমরা রীতিমতো বিরক্ত। ইন্ডাস্ট্রির এই অবস্থার পরিবর্তন প্রয়োজন।’

উল্লেখ্য, পাকিস্তান বংশোদ্ভূত একজন ব্রিটিশ নাগরিক রিজ আহমেদ। তিনি ‘দ্য সাউন্ড অব মেটাল’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে প্রথম মুসলিম হয়ে অস্কার অর্জন করেন।

এমআরএম

Link copied