সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই : বিএসএমএমইউ ভিসি

শরীরকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, খেলাধুলা মানুষের শরীর সুস্থ রাখে। ডিসিপ্লিন ও সৎ হতে শেখায়।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মুজিব শতবর্ষ, বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, করোনা মহামারির স্থবিরতা কাটিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামীতে ফুটবল, ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হবে। খেলাধুলার পাশাপাশি সবাইকে নিজ নিজ দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও ঢাকা বিভাগীয় ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক এম বি সাইফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. অসীম সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক মো. শাহাজাহান আলী প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের পরিচালনা কমিটির আহবায়ক মো. মনিরুজ্জামান (মনির) মুন্সী।
পরিচালনা কমিটির সদস্য সচিব মো. জাহিদুল আলম ও পরিচালনা কমিটির সদস্য শীলব্রত বড়ুয়ার (জুয়েল) সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কল্যাণ সমিতির সভাপতি জায়দুল হক জাহিদ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুন।
টুর্নামেন্টে ট্রেজারার (কোষাধ্যক্ষ) অফিস ক্রিকেট একাদশ এবং অ্যানেসথেসিয়া ক্রিকেট একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে মোট ১২টি টিম অংশগ্রহণ করে। ফাইনালে ট্রেজারার (কোষাধ্যক্ষ) অফিস ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টিআই/এসকেডি