বিএসএমএমইউ তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির নতুন কমিটির অভিষেক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) তৃতীয় শ্রেণি কর্মচারী কল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটরিয়ামে অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম। নির্বাচন কমিশনার মোস্তাফিজুর রহমান জুয়েলের সঞ্চালনায় উপাচার্যের সঙ্গে কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন সভাপতি মসিউজ্জামান শাহীন।
সংগঠনকে গতিশীল করা, কর্মচারীদের অধিকার, আবাসন, পদোন্নতি জটিলতা, বিশেষ প্রনোদনা, নিরাপত্তা, স্টাফদের সুচিকিৎসা, খাবারের মান নিয়ন্ত্রণ, ব্লক পোস্ট বাতিল করা, চাকরি স্থায়ীকরণ, বৈকালিক আউটডোরে তৃতীয় শ্রেণির কর্মচারীর জনবল বাড়ানো ইত্যাদি নিয়ে অনুষ্ঠানে আলোচনা হয়।
সংগঠনের পক্ষ থেকে উপাচার্যকে বলা হয়, সব কর্মচারীর প্রাণের দাবি একটাই। আর তা হলো সুন্দর নীতিমালা বাস্তবায়ন।
উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ নতুন কমিটির সবাইকে শুভেচ্ছা জানান এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।
আরএইচ
