রোগীকে ফুল দিয়ে ছুটি দিলেন বিএসএমএমইউ উপাচার্য

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রথমবারের মতো বুক না কেটে, অজ্ঞান না করে অ্যাওটিক ভালভ প্রতিস্থাপন করা সেই রোগীকে ফুলের শুভেচ্ছা দিয়ে ছুটি দেওয়া হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ রোগীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
জানা গেছে, গত ১৬ আগস্ট (মঙ্গলবার) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামানের নেতৃত্বে একদল চিকিৎসক ৮০ বছরের এক বৃদ্ধের বুক না কেটে, অজ্ঞান না করে সফলভাবে অ্যাওটিক ভালভ প্রতিস্থাপন সম্পন্ন করেন। বর্তমানে ওই রোগী সম্পূর্ণ সুস্থ।
আরও পড়ুন: চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ অগ্রগতি কাজে লাগাতে হবে
বিএসএমএমইউর ইন্টারভেনশনাল কার্ডিওলজির ধারাবাহিক সফলতা হিসেবে এই চিকিৎসাকে নতুন এক মাইলফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ছুটি পেয়ে বাড়ি যাওয়ার আগে সেই রোগীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ দেখতে যান। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান, সহকারী প্রক্টর অধ্যাপক ডা. মো. ফারুক হোসেন, সার্জিক্যাল অনকোলজি সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল, ভাস্কুলার সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রকিবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
টিআই/এসএসএইচ