ঢাকা পোস্টের সঙ্গে ইনসাফ বারাকাহ হাসপাতালের স্বাস্থ্যসেবা চুক্তি

দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্টের সঙ্গে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবা চুক্তি সই হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ঢাকা পোস্ট কার্যালয়ে চুক্তিটি সই হয়।
ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার এবং ইনসাফ বারাকাহ হাসপাতালের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. হাফিজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া) এইচ এম দুলাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এই চুক্তির মাধ্যমে ঢাকা পোস্টের ডিরেক্টর, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও ফ্যামিলি মেম্বারসহ গ্রাহকরা ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবায় ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।
চুক্তি সইকালে উপস্থিত ছিলেন, ঢাকা পোস্টের ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) এইচ এম গোলাম মুর্তজা এবং ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সিনিয়র এক্সিকিউটিভ (করপোরেট) মো. হিরো মিয়াসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএইচ
