বিজয় দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প

মহান বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করবে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তাররা বিনামূল্যে রোগীদের চিকিৎসা দেবেন। এ ছাড়া ডায়াবেটিক ও ব্লাডপ্রেসার চেকআপ ফ্রি করা হবে।
আগ্রহীদের ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৫টি পরীক্ষা (সিবিসি, ইউরিন আর/ই, আরবিএস, সিরাম ক্রিয়েটিনিন ও হোল অ্যাবডোমেন আল্ট্রাসনোগ্রাম) ১২০০ টাকায় করা যাবে। প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষা-নিরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে।
ডেন্টাল চেকআপ ফ্রি করা হবে এবং দাঁতের অন্য কোনো চিকিৎসার প্রয়োজন হলে ৫০ শতাংশ ছাড় (ম্যাটেরিয়ালস ছাড়া) থাকবে। বিশেষজ্ঞ সার্জন দ্বারা ৫ জন হতদরিদ্র পরিবারের শিশুর সুন্নাতে খৎনা (মুসলমানি) ফ্রি করা হবে। এ ছাড়া অন্যদের মেডিসিন ও পরীক্ষা নিরীক্ষা ছাড়া ৫০০০ টাকায় সুন্নাতে খৎনা করানো হবে।
আগ্রহীদের নিচের নম্বরে কল করে রোগীর নাম রেজিস্ট্রেশন করতে হবে। যোগাযোগের নম্বর : ০১৯৭৮০৯৮০৮৮, ০১৭১৬৩০৬৬৩১, ০৯৬১৩৪৪৫৫৪৪।
এমএ
