ব্যায়াম করার সময় ৬৭ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

১৯ জানুয়ারি ২০২৩, ০৮:৫৪ এএম


ব্যায়াম করার সময় ৬৭ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলায় জিমে ব্যায়াম করার সময় ৬৭ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

পুলিশ জানিয়েছে, প্রহলাদ নিকম নামে ওই বৃদ্ধ প্রতিদিনের মতো বুধবার (১৮ জানুয়ারি) রাতেও জিমে ব্যায়াম করতে যান। হঠাৎ
তিনি অসুস্থ রোধ করেন এবং একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন।

দ্রুত তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক জানান ওই বৃদ্ধ বেঁচে নেই, বলে পুলিশ।

প্রাথমিক তার মৃত্যুর কারণ জানা যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। 

সূত্র : এনডিটিভি

জেডএস

Link copied