কানে কম শোনার সঙ্গে ডিমেনশিয়ার সম্পর্ক?

বয়স বাড়তে থাকলে শারীরিক সমস্যাও বাড়ে। এরমধ্যে অন্যতম থাকে কানে কম শোনার সমস্যা। অনেক ক্ষেত্রে মধ্যবয়সীদেরও এই সমস্যা হতে পারে।
শ্রবণশক্তি কমে যাওয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে মস্তিষ্কের জটিল স্নায়ুর রোগ ‘ডিমেনশিয়া’। একটি গবেষণা বলছে, কানে কম শোনার সঙ্গে মনে রাখার ক্ষমতা বা সিদ্ধান্ত নিতে না পারার একটা সম্পর্ক রয়েছে।
লন্ডনের একটি জরিপ থেকে পাওয়া তথ্যে জানা যাচ্ছে, কানে কম শুনলে আচরণগত সমস্যা হতে পারে। যা পরবর্তী কালে ডিমেনশিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয়।
এ বিষেয়ে একজন চীসা গবেষক বলেন, মধ্যবয়সে কানে কম শোনা এবং সেখান থেকেই বেশি বয়সে ডিমেনশিয়া হওয়ার সংযোগ থাকলেও শ্রবণযন্ত্রের সাহায্যে ডিমেনশিয়া ঠেকিয়ে রাখা আদৌ সম্ভব কি না, তা বলার সময় এখনও আসেনি।
এনএফ
