অবশেষে হৃদরোগ হাসপাতালে কার্ডিয়াক সার্জারি চালু

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে হৃদযন্ত্রের অস্ত্রোপচার (কার্ডিয়াক সার্জারি) কার্যক্রম আবারও চালু হয়েছে। আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) জীবাণুমুক্তকরণ এবং শীতাতপনিয়ন্ত্রণ (এসি) যন্ত্রের ত্রুটির কারণে গত ১৭ এপ্রিলের পর হাসপাতালটিতে আর কার্ডিয়াক সার্জারি করা হয়নি। অবশেষে দীর্ঘ ১৪ দিন বন্ধ থাকার পর আবারও চালু হওয়ায় স্বস্তি ফিরেছে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের মধ্যে।
মঙ্গলবার (২ মে) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সরকার ঘোষিত ঈদের ছুটির পূর্ব পর্যন্ত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কার্ডিয়াক সার্জারি অপারেশন চালু ছিল। গত ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ৫ (পাঁচ) দিন সরকার ঘোষিত ঈদের ছুটি থাকায় ছুটিকালীন সময়ে সাধারণত শিডিউল কার্ডিয়াক সার্জারি অপারেশন করা হয় না। প্রতিবছর অপারেশন থিয়েটার ও আইসিইউকে জীবাণুমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। ঈদের ছুটিকালীন সময়ে আইসিইউ বন্ধ রেখে জীবাণুমুক্ত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের ছুটি শেষে ২৪ এপ্রিল থেকে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চালু হয়। তবে আইসিইউতে স্থাপিত এসির কারিগরি ত্রুটির কারণে ২৪ এপ্রিল থেকে সাময়িকভাবে কার্ডিয়াক সার্জারি অপারেশন বন্ধ ছিল। পরে গত ৩০ এপ্রিল আইসিইউতে স্থাপিত এসিগুলো মেরামত পূর্বক চালু হয় এবং বিশেষজ্ঞ কার্ডিয়াক সার্জনগণ অপারেশনের জন্য রোগী প্রস্তুত করেন। তবে গতকাল (১ মে) সরকারি ছুটি থাকায় আজ (২ মে) থেকে পুনরায় কার্ডিয়াক সার্জারির অপারেশন চালু হয়েছে এবং শুরুর দিনে তিনজন রোগীর অপারেশন হয়েছে।
টিআই/এসকেডি