বিএসএমএমইউকে বিদায় জানালেন কনক কান্তি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে তিন বছর দায়িত্ব পালন শেষে প্রতিষ্ঠানটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম।
মঙ্গলবার (২৩ মার্চ) রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার। তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার শেষ কর্মদিবস ছিল আজ। শেষ কর্মদিবসে কর্মমুখর ও ব্যস্ততম সময় পার করেছেন তিনি। ২০১৮ সালের ২৪ মার্চ থেকে এ প্রতিষ্ঠানের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন কনক কান্তি।
প্রশান্ত কুমার বলেন, আজ (২৩ মার্চ) সকালে ডা. মিল্টন হলে বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও অফিস প্রধানদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়ে তিনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে বিশ্বমানে উন্নীত করা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
পরে তিনি বিভিন্ন ব্লকের বিভিন্ন বিভাগে রাউন্ড দেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। দুপুরে উপাচার্য বি ব্লকের নিচতলায় জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন মনোপোজ ক্লিনিকের শুভ উদ্বোধন করেন। এরপর দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠতম উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলমের কাছে উপাচার্যের দায়িত্বভার অর্পণ করেন এবং দুপুর আড়াইটায় তিনি কর্মস্থল ত্যাগ করেন।
টিআই/এনএফ