সিলেটে স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার ঘটনায় বিএমএ’র নিন্দা

সড়ক দুর্ঘটনায় নিহত রোগীর মৃত্যুর ঘোষণাকে কেন্দ্র করে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
সোমবার (২২ জানুয়ারি) বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরীর পাঠানো বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সড়ক দুর্ঘটনায় নিহত রোগীর মৃত্যুর ঘোষণাকে কেন্দ্র করে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করা, ডিউটিকালীন সময়ে সরকারি কাজে বাধা প্রদান ও হাসপাতালে ত্রাসের সৃষ্টি করে অন্যান্য রোগীদের মাঝে আতঙ্ক তৈরি করার ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এতে আরও বলা হয়, দেশের সব চিকিৎসকের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছে বিএমএ। কর্মক্ষেত্রে চিকিৎসক নিপীড়ন ও চিকিৎসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনারোধে ‘স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন সময়ের দাবি হলেও প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতায় তা হচ্ছে না। এসব অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনা ক্রম অগ্রসরমান দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে মারাত্মক হুমকিতে ফেলে দিচ্ছে। ওই ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তি প্রদান এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে উদ্ভূত পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবেন।
এ ঘটনাকে কেন্দ্র করে ইউএইচএন্ডএফপিও ফোরাম গৃহীত সব কর্মসূচির প্রতি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন একাত্মতা প্রকাশ করছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
টিআই/এমএ