টিকার দ্বিতীয় ডোজ নিয়ে আমরা চিন্তিত : স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনার টিকা উৎপাদনের জন্য এখন পর্যন্ত অনুমোদন দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (১৭ মে) সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
এসময় তিনি বলেন, করোনার ভারতীয় ধরন খুব আক্রমণাত্মক। ভারতের অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত সীমান্ত আরও কিছুদিন বন্ধ রাখতে হবে। দূরপাল্লার বাস, লঞ্চ ও রেল যোগাযোগ বন্ধের মেয়াদ আরও বাড়াতে হবে।
আরও পড়ুন: ২৫ মে থেকে চীনা টিকা প্রয়োগ শুরু
ভারতের সঙ্গে তিন কোটি ডোজ টিকার চুক্তি রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত আমরা মাত্র ৭০ লাখ পেয়েছি। অবশিষ্ট ডোজ টিকা অনিশ্চিত হয়ে পড়েছে, এটা বিপজ্জনক। ফলে দ্বিতীয় ডোজ নিয়ে আমরা চিন্তিত।
তিনি বলেন, এখন আমরা আপতত টিকা অন্য দেশ থেকে কিনে আনার চেষ্টা করছি। দেশে উৎপাদন করতে আরও ৫/৬ মাস লাগতে পারে। কাজেই যত দ্রুত সম্ভব বিদেশ থেকে কিনে আনার চেষ্টা করছি।
এনএম/এসএম/জেএস