পেটের প্রদাহজনিত রোগকে অবহেলা নয়

পেটের প্রদাহজনিত রোগকে অবহেলা না করতে পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
তিনি বলেন, পেটের প্রদাহজনিত রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি। কেননা, এ রোগে ওজন কমে যায়, খাবারে অনীহা দেখা দেয়, পেটে ব্যথা হয়, কখনো মলের সঙ্গে রক্ত যায়, কখনো চর্ম রোগ দেখা দেয় ও চোখের সমস্যা হয়।
বুধবার (১৯ মে) বিশ্ব আইবিডি দিবস-২০২১ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত জুম মিটিংয় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পেটের প্রদাহজনিত রোগ বা আইবিডি সম্পর্কে দুটো বিষয় আলসারেটিভ কোলাইটিস ও ক্রোনস ডিজিস সম্পর্কে মানুষকে অবহিত করতে হবে। দেশের একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এই রোগে ভুগছেন। পরিপাকতন্ত্রের এই রোগের মাধ্যমে ক্যান্সার পর্যন্ত হতে পারে।
শারফুদ্দিন আহমেদ বলেন, আইবিডি বা পেটের প্রদাহজনিত এই রোগ নিরাময়যোগ্য না হলেও চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায় এবং আগেভাগে রোগটি চিহ্নিত হলে ক্যান্সার থেকে নিজেকে রক্ষা করা সম্ভব।
উপাচার্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সব রোগের সুচিকিৎসার ব্যবস্থা আছে। করোনা মহামারির এ সময়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশের চিকিৎসকরা অত্যন্ত দক্ষ।
অনুষ্ঠানে নবনিযুক্ত জাতীয় অধ্যাপক ডা. একে আজাদ খান, জাতীয় অধ্যাপক ডা. মাহমুদ হাসানসহ বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশের গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চেয়ারম্যান ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মো. আনওয়ারুল কবীর। অনুষ্ঠানে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের শিক্ষক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডা. চঞ্চল কুমার ঘোষ।
অধ্যাপক ডা. চঞ্চল কুমার ঘোষ উপস্থাপিত বৈজ্ঞানিক প্রবন্ধ রিসেন্ট আপডেটস ইন ক্রনস ডিজিজ ম্যানেজমেন্টে বলা হয়, ক্রনস ডিজিজ এক ধরনের প্রদাহজনিত পেটের রোগ। মুখ থেকে পায়ুপথ পর্যন্ত যে কোনো স্থানে এই রোগ হতে পারে। পেটে ব্যাথা, পাতলা পায়খানা, ওজন কমে যাওয়া ইত্যাদি এ রোগের লক্ষণ। পাশ্চাত্যে এ রোগ বেশি হলেও বাংলাদেশে এ রোগ এখন আগের থেকে বেশি নির্ণীত হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে প্রতি বৃহস্পতিবার আইবিডি ক্লিনিকে এই রোগের রোগীদের বিনামূল্যে চিকিৎসা করা হয়। নির্দিষ্ট সময়ে চিকিৎসা করলে এই রোগ নিয়ন্ত্রণে রাখা যায়।
ভ্যাকসিন নিয়ে হতাশা কেটে যাবে
এর আগে আরেকটি অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে হতাশা কেটে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যকরী পদক্ষেপের কারণে অচিরেই এই সমস্যার সমাধান হবে। ইতোমধ্যে চীন থেকে ভ্যাকসিন এসেছে। শীঘ্রই মার্কিন ফার্মাসিউটিক্যালস কোম্পানি ও বায়োএনটেকের তৈরি ভ্যাকসিন আসবে।
তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার কোভিড-১৯ টিকা রয়েছে তা আনতে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে যারা কোভিড-১৯ প্রথম ডোজের টিকা নিয়েছেন তাদের অধিকাংশেরই দ্বিতীয় ডোজের টিকা দেওয়া সম্ভব হবে।
টিআই/আরএইচ