গণঅভ্যুত্থানে আহত রোগীদের নিয়ে বিএসএমএমইউতে ব্যতিক্রমী ভোজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে আহত রোগীদের নিয়ে ব্যতিক্রমী মধ্যাহ্ন ভোজনের আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। সেই আয়োজনে আহত রোগীদের সঙ্গে ভোজনে মিলিত হন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম।
রোববার (১২ জানুয়ারি) বিএসএমএমইউর কেবিন ব্লকের চারতলায় ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনেকটা পিকনিকের আদলে এ আয়োজন করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।
জানা গেছে, বিএসএমএমইউর উদ্যোগে এ আয়োজনে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত রোগীরা এক হয়েছিলেন একই ধরনের ডিজাইন ও কালারের পাঞ্জাবি পরিধান করে। মূলত রোগীরা যাতে একটু মানসিকভাবে স্বস্তিতে থাকেন এবং একটু ভালো সময় কাটাতে পারেন সেজন্যই এমন আয়োজন।
আরও পড়ুন
ব্যতিক্রমী এই আয়োজনে আরও অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল, অতিরিক্ত দায়িত্ব) ডা. হাসনাত আহসান সুমন, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. মো. দেলোয়ার হোসেন টিটো, অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. মো. শহিদুল হাসান, দন্তরোগ বিশেষজ্ঞ ডা. সাখায়াৎ হোসেন, ভিসির একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লবসহ অনেকে।
আয়োজন প্রসঙ্গে ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত রোগীরা একই ধরনের পাঞ্জাবি পরে উপস্থিত হয়ে আনন্দঘন পরিবেশ তৈরি করেছেন। মূলত রোগীরা যাতে মানসিকভাবে স্বস্তি, একটু ভালো সময় কাটাতে পারেন, সেজন্যই ব্যতিক্রমী এ আয়োজন।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত রোগীদের মধ্যে দাবা, লুডু, কেরাম বোর্ডসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করেছিল বিএসএমএমইউ প্রশাসন।
বিএসএমএমইউতে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত রোগীরা যাতে একটু বিনোদনের মধ্যে থেকে মানসিক ট্রমা থেকে কিছুটা হলেও মুক্ত থাকতে পারেন সেজন্যই এ উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে মোট ২৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
টিআই/এসএসএইচ