আরো ২ সরকারি মেডিকেল কলেজে নতুন উপাধ্যক্ষ

সরকারি ৩ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগের পর আরো ২টি প্রতিষ্ঠানে নতুন উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। প্রতিষ্ঠান দুটি হলো- দিনাজপুর মেডিকেল কলেজ এবং ফরিদপুর মেডিকেল কলেজ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (পার-১ শাখা) উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিরাজগঞ্জের এম মনসুর আলী মেডিকেল কলেজে সংযুক্তিতে থাকা স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হককে দিনাজপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) করা হয়েছে। একইসঙ্গে অধ্যাপকের চলতি দায়িত্বও দেওয়া হয়েছে তাকে।
এছাড়া ফরিদপুর মেডিকেল কলেজের বর্তমান উপাধ্যক্ষ ডা. স্বপন কুমার বিশ্বাসকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছে প্রজ্ঞাপনে।
আর ফরিদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. খান মুহাম্মদ আরিফ। তাকেও সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক (চলতি দায়িত্ব) করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বদলি ও পদায়নকৃত কর্মকর্তা আগামী ২৩ জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন।
এর আগে নওগাঁ মেডিকেল কলেজের জেনারেল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মুক্তার হোসেনকে অধ্যাপক হিসেবে পদোন্নতিসহ একই মেডিকেলের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। নীলফামারী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও অধ্যাপক (গ্যাসট্রোএন্টারোলজি) হিসেবে দেওয়া হয় ময়মনসিংহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জিম্মা হোসেনকে। আর গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয় একই মেডিকেল কলেজের গাইনি অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. জোবায়দা সুলতানাকে।
টিআই/জেডএস