বহিরাগতদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে এসে ড্যাব নেতার হুমকি

বদলি বাণিজ্যের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অন্যত্র বদলি করায় এবার বহিরাগত স্থানীয় নেতাকর্মীদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে শোডাউন করেছে ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান। এ সময় তাকে আবারও স্বপদে বহালসহ বিভিন্ন দাবি জানিয়ে হুমকি-ধামকি দিয়ে এসেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত মো. মেহেদী হাসানকে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহকারী পরিচালক পদে পদায়ন করা হয়।
প্রজ্ঞাপনে আগামী তিন কর্মদিবসের মধ্যে দায়িত্বভার গ্রহণ, এমনকি বদলিকৃত কর্মস্থলে আবশ্যিকভাবে পদায়ন করতে বলা হয়েছে এবং সেখানে যোগদান ব্যতীত পুনঃবিবেচনা আবেদন গ্রহণযোগ্য হবে না বলেও উল্লেখ করা হয়েছে। তবে সেই আদেশ মেনে না নিয়ে উলটো স্বাস্থ্য অধিদপ্তরে আজ (৩০ জানুয়ারি) দলবল নিয়ে শোডাউন করেছেন ডা. মেহেদী হাসান।
আরও পড়ুন
ঢাকা পোস্টের হাতে আসা কিছু ছবি এবং ভিডিওতেও বহিরাগত লোকদের নিয়ে ডা. মেহেদী হাসানের শোডাউনের প্রমাণ পাওয়া গেছে। সেখানে তিতুমীর কলেজ ছাত্রদল ও কড়াইল বস্তির লোকজনকে দেখা গেছে।
এ ব্যাপারে ডা. মেহেদী হাসান বলেন, দীর্ঘদিন যাবত যারা বঞ্চিত ছিলেন এরকম কিছু লোকজন স্বাস্থ্য অধিদপ্তর এসেছিলেন। আমিও তাদের সঙ্গে ছিলাম, কারণ আমিও আওয়ামী লীগের সময়ে বঞ্চিত হয়েছি। এর বাইরে তেমন কিছুই হয়নি।
বহিরাগতদের প্রসঙ্গে তিনি বলেন, এখানে চিকিৎসকদের সঙ্গে মেডিকেল রিলেটেড অনেকেই ছিল। কিছু মেডিকেল টেকনোলজিস্ট ছিল বলে জেনেছি। কিন্তু বহিরাগত কেউ ছিল কিনা জানি না।
স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানান, আনুমানিক ৫০ থেকে ৬০ জনের মতো লোকজন নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে মহড়া দিয়ে গেছেন ডা. মেহেদী হাসান। এ সময় দুয়েকজনকে লুঙ্গি পরা অবস্থায়ও দেখা গেছে। তাদের দাবি মেহেদী হাসানকে স্বাস্থ্য অধিদপ্তরেই রাখতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, শুনেছি ডা. মেহেদী হাসানের নেতৃত্বে বেশ কয়েকজন চিকিৎসক স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের সঙ্গে জড়িত। আওয়ামী লীগের সময়ে স্বাচিপের চিকিৎসকরা যেভাবে বদলি বাণিজ্য করতেন, ড্যাবের এই চিকিৎসক নেতারাও এমনটি শুরু করেছেন। আর এই অভিযোগের প্রমাণ মেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে ওনাকে সড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু তিনি ক্ষমতার দাপট দেখিয়ে আবারও ফিরে আসতে চাচ্ছেন।
এদিকে এসব বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফরের কাছে জানতে চাওয়া হলে ঢাকা পোস্টকে তিনি বলেন, আমি আজ স্বাস্থ্য অধিদপ্তরে নেই। অন্য একটা কাজে মন্ত্রণালয় এসেছিলাম। শুনেছি ড্যাবের কিছু লোকজন বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে এসেছিলেন। কিন্তু এ বিষয়ে আমি বিস্তারিত বলতে পারছি না।
বস্তিবাসী নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে ঢুকার বিষয়টা কিভাবে দেখছেন জানতে চাইলে তিনি বলেন, শুনেছি বাইরের কিছু লোকজন এসেছে। কিন্তু তারা কারা বলতে পারছি না। এসব বিষয়ে বিস্তারিত না জেনে মন্তব্য করা ঠিক হবে না।
টিআই/এআইএস