ডা. মেহেদী হাসানকে নিয়ে প্রকাশিত সংবাদে ড্যাবের প্রতিবাদ

স্বাস্থ্য অধিদপ্তর থেকে সম্প্রতি জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানে বদলি হওয়া ডা. মো. মেহেদী হাসানকে নিয়ে ঢাকা পোস্টে প্রকাশিত এক সংবাদ নিয়ে প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
এতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে পতিত স্বৈরাচারের দোসরদের অপসারণ করে সৎ, মেধাবী ও বঞ্চিত চিকিৎসকদের পদায়নের দাবিতে চিকিৎসকদের একটি দল জড়ো হয়েছিল, সেখানে মেডিকেল টেকনোলজিস্টরাও উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ড্যাবের কেন্দ্রীয় কার্যকরী কমিটির দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর দীর্ঘদিনের বঞ্চিত ও যোগ্য চিকিৎসক হিসেবে ডা. মো. মেহেদী হাসানকে স্বাস্থ্য অধিদপ্তরে পদায়ন করা হয়। তবে অতি স্বল্পতম সময়ের ব্যবধানে গত ২৮ জানুয়ারি ডা. মো. মেহেদী হাসানকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানে বদলি করা হয়। দুঃখজনক হলেও সত্য যে, যেসব চিকিৎসক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজেদের জীবন বাজি রেখে আহতদের চিকিৎসাসেবা প্রদান করেছিলেন, তাদের বদলি করে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।
প্রতিবাদে বলা হয়েছে, স্বৈরাচারী হাসিনার দোসর চিকিৎসকরা এখনো স্বাস্থ্য অধিদপ্তরে স্বপদে বহাল রয়েছেন। সেই প্রেক্ষাপটে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পতিত স্বৈরাচারের দোসরদের অপসারণ করে সৎ, মেধাবী ও বঞ্চিত চিকিৎসকদের পদায়নের দাবিতে ৩০ জানুয়ারি চিকিৎসকদের একটি দল স্বাস্থ্য অধিদপ্তরের সামনে জড়ো হয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন। চিকিৎসাসেবা সংশ্লিষ্ট চিকিৎসকরা ও মেডিকেল টেকনোলজিস্টরা সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু ‘বহিরাগতদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে এসে ড্যাব নেতার হুমকি’ শিরোনামে ঢাকা পোস্টে একটি মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশিত হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।
প্রতিবাদে ড্যাব নেতারা বলেন, ডা. মো. মেহেদী হাসানকে নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশের মাধ্যমে ঢাকা পোস্ট সাংবাদিকতায় সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের নীতিকে লঙ্ঘন করেছে। স্বাস্থ্যসেবায় সংশ্লিষ্ট চিকিৎসক ও মেডিকেল টেকনোলজিস্টদের ঢাকা পোস্টে প্রকাশিত সংবাদে বহিরাগত হিসেবে উল্লেখ্য করা হয়, যা অত্যন্ত নিন্দনীয় একটি কাজ।
প্রতিবেদকের বক্তব্য
প্রতিবেদনে উঠে আসা তথ্য ও বক্তব্য কোনোভাবেই প্রতিবেদকের মনগড়া নয়। বরং বহিরাগতদের নিয়ে শোডাউনের ছবি-ভিডিওসহ যথেষ্ট তথ্যপ্রমাণ ঢাকা পোস্টের হাতে রয়েছে। এ ছাড়া প্রতিবেদনে কোথাও বলা হয়নি ওই অভিযোগ সত্য। কেবল অভিযোগ এসেছে, সেটিই বলা হয়েছে।
টিআই/এসএসএইচ