অধ্যাপকসহ ২৩ পদে নিয়োগ দিয়েছে বিএসএমএমইউ

অধ্যাপক, সহযোগী অধ্যাপকসহ তিন ক্যাটাগরিতে ২৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। এর মধ্যে অধ্যাপক পদে নেওয়া হবে ছয়, সহযোগী অধ্যাপক ছয় এবং সহকারী অধ্যাপক নেওয়া হবে ১১ জন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে দুইজন এবং ফার্মাকোলজি বিভাগ, প্যাথলজি বিভাগ, ফরেনসিক মেডিসিন বিভাগ ও পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগে একজন করে অধ্যাপক নেওয়া হবে।
এ ছাড়া বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ ও ফিজিওলজি বিভাগে দুইজন করে এবং হেপাটোলজি বিভাগ, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের মেডিকেল স্ট্যাটিস্টিকসে একজন করে সহযোগী অধ্যাপক নেওয়া হবে।
আরও পড়ুন
আর সহকারী অধ্যাপক নেওয়া হবে চক্ষুবিজ্ঞান বিভাগ ও ফার্মাকোলজি বিভাগে একজন করে, প্যাথলজি বিভাগ ও এনাটমি বিভাগে দুইজন করে এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগে দুইজন ও ফরেনসিক মেডিসিন বিভাগে তিনজন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন ও গ্রেড নির্ধারণ করা হবে। এ ছাড়া আবেদনের যোগ্যতা, শর্তাবলিসহ বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
টিআই/এমএন