সিনিয়র স্টাফ নার্স পদে মৌখিক পরীক্ষা শুরু ২৬ জুন

সরকারি কর্মচারী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার/মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে ২৬ জুন থেকে। পরীক্ষা চলবে ৩ জুলাই পর্যন্ত।
রোববার (১৩ জুন) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (যুগ্ম সচিব) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদে সাময়িকভাবে যােগ্য প্রার্থীদের সাক্ষাৎকার/মৌখিক পরীক্ষা নিম্নবর্ণিত তারিখ ও সময়ে ঢাকার আগারগাঁও শের-ই-বাংলা নগরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে অনুষ্ঠিত হবে।
রেজিস্ট্রেশন নম্বর : 000032 000056 000074 000085 000087 000109 000116
000132 000163 000179 000220 000226 000231 000243 000251 000275
000277 000297 000298 000308 000313 000318 000336 000357 000358
000361 000365 000395 000409 000418 000426 000447 000464 000488
000493 000494 000499 000507 000508 000513 000515 000527 000533
000542 000557 000560 000574 000582 000589 000619 000637 000646
000647 000663 000669 000702 000716 000723 000730 000733 000735
000739 000740 000747 000756 000759 000767 000784 000794 000800
000813 000814 000835 000845 000848 000851 000880 000881 000923
000924 000935 000946 000959 000968 000971 000975 000976 001016
001040 001065 001118 001123 001131 001140 001146 001149 001150
001151 001213 001224 001227 001233 001235 001256 001264 001269
001280 001295 001306 001349 001363 001393 001397 001405 001419
001420 001422 001427 001441 001449 001467 001500 001 509 001534
001544 001574 001581 001631 001639 001640 001641 001642 001644
001667 001673 001685 001715 001722 001772 001761 001767 001784
001787 001813 001838 001839 001843 001863 001865 001873 001903
001908 001909 001911 001917 001919 001929 001933 002050 002104
মোট = ১৬০ জন
রেজিস্ট্রেশন নম্বর : 002127 002139 002143 002154 002161 002182
002208 002215 002216 002223 002230 002232 002235 002241 002256
002297 002309 002317 002321 002329 002334 002336 002339 002363
002364 002366 002367 002383 002399 002403 002408 002419 002424
002488 002532 002574 002639 002655 002684 002702 002720 002743
002771 002777 002778 002780 002783 002790 002841 002844 002889
002899 002900 002939 002951 002969 002984 002989 002999 003021
003035 003045 003047 003053 003102 003113 003126 003143 003168
003173 003197 003202 003209 003220 003223 003226 003234 003238
003244 003246 003250 003262 003265 003277 003286 003293 003312
003319 003323 003334 003347 003348 003359 003368 003394 003404
003411 003430 003509 003515 003559 003566 003583 003605 003607
003633 003639 003667 003677 003685 200067 200076 300044 300055
300064 300090 300091 300092 300096 400024 400053 500011 500037
500058 500060 500065 500069 600015 600025 600061 600078 70000 1
700006 700008 700023 700029 700040 700044 700053 700065 700066
700067 700072 700074 700075 700082 700097 700113 700139 700167
700200 800004 800005 800018 800025 800028 800032 800035 800039
800051 800059 800061
মোট = ১৬২ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপরে বর্ণিত যােগ্য রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের বিপিএসসি ফরম-৫ প্রাথমিক বাছাইয়ে যোগ্য বিবেচিত হলেও চূড়ান্ত যোগ্যতা নিশ্চিত করে না। কোনাে প্রার্থীর সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনাে শর্তের উল্লেখযােগ্য ঘাটতি পাওয়া গেলে সাক্ষাৎকার/মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যেকোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
পরীক্ষার্থীদের যেসব কাগজপত্র জমা দিতে হবে
সাময়িকভাবে যােগ্য প্রার্থীদেরকে নিন্মোক্ত কাগজপত্রের এক সেট মূলকপি ও এক সেট সত্যায়িত ফটোকপি মােখিক পরীক্ষার বাের্ডে কমপক্ষে আধা ঘণ্টা (৩০মিনিট) পূর্বে জমা দিতে হবে।
ক. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ।
খ. বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশন সনদ।
গ. বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি/শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ইকুইভ্যাসেট সনদ।
ঘ. সরকার অথবা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি থেকে ইস্তফা দানকারী অথবা অপসারিত ব্যক্তিদের ক্ষেত্রে ইস্তফাপত্র গ্রহণ অথবা অপসারণ আদেশ।
ঙ. সরকারি/ স্বায়ত্তশাসিত/ অর্ধস্বায়ত্তশাসিত/ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়ােগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সিল স্বাক্ষরিত ছাড়পত্র।
চ. আবেদনকারীর স্থানী ঠিকানা পরিবর্তিত হলে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে প্রামাণ্য সনদ।
ছ. কম্পিউটার চালনায় দক্ষতা সনদ।
জ. জাতীয় পরিচয়পত্র (NID)।
ঝ. বাছাই/ লিখিত/ ব্যবহারিক পরীক্ষার প্রবেশপত্রের কপি।
ঞ. প্রতিবন্ধী প্রার্থীদের সমাজসেবা অধিদফতর কর্তৃক জারিকৃত প্রতিবন্ধী সনদ/পরিচয়পত্র (প্রযােজ্য ক্ষেত্রে)।
ট. প্রার্থী কর্তৃক আবেদনপত্রে উল্লেখিত স্থায়ী ঠিকানা পরবর্তীতে পরিবর্তিত হলে কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থানীয় ঠিকানা ব্যবহার করা হলে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানায় স্বপক্ষে প্রাক্তন এবং বর্তমান সংশ্লিষ্ট সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌর মেয়র/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, নােটারি পাবলিক কর্তৃক সাক্ষরিত সনদ।
ঠ. বিপিএসসি ফরম-৫এ (আবেদনকারীর কপি)
ড. প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থী সাক্ষাৎকার/ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
ঢ. মৌখিক পরীক্ষার দিন কমিশন চত্বরে মোবাইল ফোন ও কোনো প্রকার যোগাযোগসহ প্রবেশ/ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
ন. মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে আধা ঘণ্টা পূর্বে সংশ্লিষ্ট মােখিক পরীক্ষা বাের্ডে অবশ্যই উপস্থিত হতে হবে।
ত. প্রার্থীদেরকে স্বাস্থ্যবিধি মেনে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
টিআই/এইচকে