করোনা পরিস্থিতির অবনতি, এফসিপিএস পরীক্ষা স্থগিত

স্বাস্থ্য অধিদফতরের সবশেষ তথ্যমতে, দেশে করোনাভাইরাসের শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ ছাড়িয়েছে। এ অবস্থায় সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকার পার্শ্ববর্তী সাত জেলাসহ বিভিন্ন অঞ্চলভিত্তিক বিশেষ লকডাউন ঘোষণা করেছে সরকার। ফলে শিক্ষার্থীদের সুরক্ষা ও যাতায়াত ব্যবস্থার কথা চিন্তা করে দেশের মেডিকেল বিষয়ক উচ্চতর ডিগ্রি এফসিপিএস জুলাই ২০২১ সেশনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) সূত্রে জানা গেছে, এক মাসের মধ্যে করোনার উন্নতি হলে আগস্ট বা সেপ্টেম্বরে পরীক্ষার আয়োজন করা হবে।
বুধবার (২৩ জুন) দুপুরে বিসিপিএসের কাউন্সিলর ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. খান মো. আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'দেশে যেহেতু সংক্রমণ পরিস্থিতি আবারও বাড়তে শুরু করছে, এদিকে আবার ঢাকার পার্শ্ববর্তী সাত জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে, তাই আমরা আপাতত কোনো ঝুঁকি নিতে চাইছি না।'
আবুল কালাম আজাদ বলেন, '১ জুলাই থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, আপাতত সেটি হচ্ছে না। পরে এই পরীক্ষা কবে হবে সেটি আমাদের কাউন্সিল মিটিংয়ে জানিয়ে দেওয়া হবে। যেকোনো সময়ে পরীক্ষা নিতে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।'
তিনি আরও বলেন, 'আমাদের ৪৭ শতাংশ পরীক্ষার্থীই ঢাকার বাইরে অবস্থান করছে। এই লকডাউনে যেহেতু কোনো যাতায়াত ব্যবস্থা রাখতে পারবে না, সেজন্য পরীক্ষাটি আপাতত স্থগিত করা হয়েছে। অবস্থা ভালো হলে পরে একটা সময়ে আবার আয়োজন করা হবে। এটা এক মাস পরে হলেও চেষ্টা করা যেতে পারে। আমরা আশা করছি আগস্ট বা সেপ্টেম্বরে পরীক্ষা গ্রহণ করা যাবে। আর যদি অবস্থার উন্নতি না হয় তাহলে হয়তো তা আরও পিছিয়ে যাবে।'
প্রসঙ্গত, জুলাই-২০২১ সেশনের এফসিপিএস সব পরীক্ষা ১ জুলাই থেকে শুরু হবে জানিয়ে গত ১৪ জুন বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিপিএস। তবে করোনা পরিস্থিতির অবনতি হলে পরীক্ষা পেছানোর বিষয়টি আলোচনায় আসে। পরে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এফসিপিএস পরীক্ষার বিষয়ে গত ১৯ জুন বিসিপিএস কাউন্সিলরদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষা না পেছানোর ক্ষেত্রে নিজেদের অনড় অবস্থার কথা জানায় প্রতিষ্ঠানটি।
টিআই/জেডএস