এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সামনে রেখে সারাদেশের সব মেডিকেল কোচিং সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ভর্তি সংক্রান্ত কমিটি। সিদ্ধান্ত অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত অনলাইন–অফলাইন কোনও ধরনের কোচিং কার্যক্রম চালু রাখা যাবে না।
সোমবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন এসব তথ্য জানান।
তিনি বলেন, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো সময়জুড়ে স্থানীয় প্রশাসনকে নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ভর্তি সংক্রান্ত কমিটির সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
অধিদপ্তর জানিয়েছে, আগামী ১২ ডিসেম্বর সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা। গত শিক্ষাবর্ষে এমবিবিএস পরীক্ষা হয়েছিল ১৭ জানুয়ারি এবং বিডিএস ২৮ ফেব্রুয়ারি। তার তুলনায় এবার পরীক্ষা মাসাধিককাল এগিয়ে আনা হয়েছে, ফলে প্রস্তুতির সময়ও কমেছে উল্লেখযোগ্যভাবে।
এদিকে ভর্তি পরীক্ষার আগে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের আসনসংখ্যায় বড় পরিবর্তন এনেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। পূর্বে সরকারি ৩৭ মেডিকেলে আসন ছিল ৫ হাজার ৩৮০টি। নতুন সমন্বয়ের ফলে ১৪ মেডিকেলে কমেছে ৩৫৫ আসন, আর ৩ মেডিকেলে বাড়ানো হয়েছে ৭৫টি। সব মিলিয়ে সরকারি খাতে ২৮০টি আসন কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১০০।
বেসরকারি ৬৬ মেডিকেলে কমানো হয়েছে আরও ২৯২ আসন। ফলে বেসরকারি মেডিকেলের আসনসংখ্যা নেমে এসেছে ৬ হাজার ১টিতে।
ভর্তি পরীক্ষার সময় এগিয়ে আনা এবং আসনসংখ্যার এ পরিবর্তনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে চাপ বাড়লেও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেই ধারাবাহিকভাবে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টিআই/এমএসএ