মাইগ্রেশনের অনুমতি পেল নর্দান মেডিকেলের ২৩৯ শিক্ষার্থী

বেসরকারি মেডিকেল কলেজ স্থাপনা ও পরিচালনা বিধিমালা না মানায় ভর্তি কার্যক্রম স্থগিত থাকা রংপুরের নর্দান প্রাইভেট মেডিকেল কলেজের ২১ নেপালী শিক্ষার্থীসহ ২৩৯ জনকে মাইগ্রেশনের অনুমতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার (২২ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়, বেসরকারি মেডিকেল কলেজ স্থাপনা ও পরিচালনা বিধিমালা ২০১৯ (সংশোধিত) না মানায় ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ, রংপুর এমবিবিএস কোর্সে ভর্তি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। কলেজ কর্তৃপক্ষের স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৭ জুলাই স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের একটি প্রতিনিধি দল সরেজমিন প্রতিষ্ঠান পরিদর্শন করে প্রতিবেদন পাঠায়।
গত ২ সেপ্টেম্বর স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/আইএইচটি/ম্যাটস প্রতিষ্ঠা, স্থগিতাদেশ প্রত্যাহার, আসন সংখ্যা বৃদ্ধি, নতুন কোর্স অনুমোদন ইত্যাদি সংক্রান্ত কমিটির সভায় তদন্ত প্রতিবেদন নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়।
বিশ্লেষণ শেষে প্রয়োজনীয় শর্ত প্রতিপালন না করা এবং প্রতিষ্ঠানটি মানসম্মত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আগ্রহ পরিলক্ষিত না হওয়ায় অধ্যয়নরত সব শিক্ষার্থীর রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজে মাইগ্রেশনের সিদ্ধান্ত হয়। এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়, যোগ করা হয় চিঠিতে।
স্বাস্থ্য শিক্ষা বিভাগের সূত্র অনুযায়ী, ২০০৬ সালে প্রতিষ্ঠিত হলেও শর্ত পূর্ণ না করায় কলেজটির একাডেমিক নবায়ন এবং ১৩-১৪ শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশন বাতিল করে বিএমডিসি। এর পরের বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অনুমোদনও বাতিল হয়। এরই ধারাবাহিকতায় ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করে মন্ত্রণালয়।
এ পরিস্থিতিতে সৃষ্ট জটিলতার কারণে প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত ২১ জন শিক্ষার্থী ১১ মাস ধরে ইন্টার্ন করতে পারছিলেন না। আর পাঁচটি শিক্ষাবর্ষের প্রায় আড়াইশ শিক্ষার্থীর জীবন হুমকির মুখে পড়ে।
টিআই/জেডএস