টিকা ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ বৃহস্পতিবার

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দ্বিতীয় দফায় টিকা ক্যাম্পেইন কর্মসূচির দ্বিতীয় ডোজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দেওয়া হবে। এ লক্ষ্যে সব প্রস্তুতি শেষ করেছে স্বাস্থ্য অধিদফতর।
বুধবার (২৭ অক্টোবর) দুপুরে অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক।
তিনি বলেন, ২৮ সেপ্টেম্বর সারাদেশে বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছিল। সেই ক্যাম্পেইনের অংশ হিসেবে দ্বিতীয় ডোজের কার্যক্রম বৃহস্পতিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ভ্যাকসিনেশন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা আমাদের স্বাস্থ্যকর্মীদের জানিয়েছি।
শামসুল হক বলেন, ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে টিকা পাঠানো হয়েছে। টিকাকর্মকাণ্ডে প্রথম ডোজ দেওয়া হবে না, শুধুমাত্র যারা দ্বিতীয় ডোজ নিয়েছিলেন তাদের দেওয়া হবে।
তিনি আরও বলেন, কাল সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনা করা হবে। প্রয়োজন হলে ৩টার পরেও এই ভ্যাকসিনেশন কর্মসূচি চলমান থাকবে। ওইদিন সারাদেশে সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে এবং ক্যাম্পেইন চলাকালে শুধু দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
গত ২৮ সেপ্টেম্বর প্রথম দিনে ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ ডোজ, আর ২৯ সেপ্টেম্বর ১৩ লাখ ৩৪ হাজার ২৪৪ ডোজ টিকা দেওয়া হয়।
টিআই/এসএম