সোহরাওয়ার্দী হাসপাতালে ৪ দিন ধরে লিফট বিকল, দুর্ভোগে রোগীরা

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গত চারদিন ধরে লিফট বিকল হয়ে আছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন কিডনি ও হৃদরোগের মতো জটিল রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাস, বিকেলের মধ্যেই সচল হয়ে যাবে লিফট।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালটির পরিচালক ডা. মো. খলিলুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত শুক্রবার হঠাৎ করেই লিফটটি বিকল হয়ে যায়। তারপর ভেতরে আটকে থাকা মানুষদের বের করতে লিফটের দরজাটি কেটে ফেলতে হয়। যে কারণে সচল করতে একটু সময় লাগছে। প্রকল্পের লোকজন জানিয়েছে আজ (মঙ্গলবার) বিকেলের মধ্যেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।
পরিচালক বলেন, বিকল হওয়া লিফটটি অনেক পুরোনো। এতদিন একটি লিফট ছিল। তবে আগামী মাসখানেকের মধ্যে হাসপাতালে আরো চারটি লিফট যুক্ত করা হচ্ছে। এর মধ্যেই অন্তত দুটি চালু হবে।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, গত শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত লিফট ঠিকমতো চলছিল। বিকেলের দিকে হঠাৎ করেই ছিঁড়ে যায়। এতে করে আটকে পড়েন কয়েকজন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লিফটের দরজা কেটে ভেতরের লোকজনকে উদ্ধার করেন।
টিআই/এইচকে