রাশিয়ার বোমায় ক্ষতবিক্ষত হয়েও বললেন দেশের জন্য মরতে প্রস্তুত

পুরো মুখে রক্তের দাগ, চেহারা কিছুটা শুকিয়ে গেছে; যন্ত্রণাবিদ্ধ কিন্তু কঠোর মুখ, চোখের চাহনিতে দৃঢ়তা- এই ছবিই এখন গোটা বিশ্বের সামনে রাশিয়ার আগ্রাসনের মুখ হয়ে উঠেছে।
ঘটনাস্থল যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। রক্তমাখা মুখটি দেশটির খারকিভ অঞ্চলের চুগুয়েভ শহরের এক নারী শিক্ষকের। নাম ওলেনা কুরিলো।
গত তিন দিন ধরে রাজধানী কিয়েভ এবং খারকিভ শহরে অনবরত বোমাবর্ষণ, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রুশ সৈন্যরা। তেমনই একটি বোমা এসে পড়েছিল ৫২ বছর বয়সী এই শিক্ষকের বাড়িতে। বিকট শব্দে চারপাশ কেঁপে উঠেছিল। বোমার অভিঘাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল বাড়িটি। কিন্তু ভাগ্যের জোরে বেঁচে যান কুরিলো। বিস্ফোরণের কাচের একটি বড় টুকরা তার মুখে এসে আঘাত করে। ক্ষতবিক্ষত হয়ে যায় মুখ।
তাকে উদ্ধার করে ইউক্রেনের সৈন্যরা। পরে চিকিৎসা দেওয়া হয় তাকে। মাথায় ব্যান্ডেজ বাঁধা। সারা মুখে রক্তের দাগ। শুকিয়েও গেছেন। মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে তিনি যেন আরও দৃঢ় কঠোর। রাশিয়াকে রুখতে নিজের জীবন দিতেও প্রস্তুত।
ইতিহাসের শিক্ষক কুরিলো। যুদ্ধের অনেক ইতিহাসই তার নখদর্পণে। কিন্তু নিজে সেই যুদ্ধের শিকার হবেন কখনও ভাবতে পারেননি বলেই জানিয়েছেন। তিনি বলেন, ইউক্রেন আমার জন্মভূমি। আমার মাতৃভূমিকে রক্ষার জন্য যা করতে হয় তাই করব। আনন্দবাজার।
এসএস