ইইউতে যোগদানের জন্য ইউক্রেনের অনুরোধ ‘বৈধ’ : ইউরোপীয় কমিশন

ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য ইউক্রেনের পক্ষে ব্যাপক সমর্থন রয়েছে। ইইউতে যোগদানের জন্য ইউক্রেনের অনুরোধ ‘বৈধ’।
মঙ্গলবার (১ মার্চ) ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট মার্গারিটাস শিনাস আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছেন।
ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আনুষ্ঠানিক অনুরোধে স্বাক্ষর করার একদিন পর এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
কবে নাগাদ ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করা হবে- এমন প্রশ্নের জবাবে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট সিএনএনকে বলেন, ইউরোপীয় নেতারা যখন পরবর্তী বৈঠকে মিলিত হবেন, তখন এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে।
এর আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের ইউক্রেনের সঙ্গে সংহতির ‘প্রমাণ’ দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টে ভার্চুয়াল মাধ্যমে দেওয়া ভাষণে জেলেনস্কি এ আহ্বান জানান।
ভাষণে ইউরোপীয় পার্লামেন্টের এমপিদের উদ্দেশে জেলেনস্কি বলেন, ‘প্রমাণ করুন সঙ্কটের এই মুহূর্তে আপনারা ইউক্রেনের পাশে রয়েছেন। প্রমাণ করুণ ইউক্রেনকে আপনারা ছেড়ে যাবেন না।’
মঙ্গলবার সকালে রুশ হামলা ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ চেয়ে আবেদন করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। সেই আবেদনে ইউরোপীয় রাষ্ট্রগোষ্ঠীর প্রাথমিক সম্মতি মেলায় মঙ্গলবার রাতেই ইউরোপীয় পার্লামেন্টে ভার্চুয়াল বক্তৃতায় রুশ হামলা প্রতিরোধে সাহায্যের আবেদন জানান তিনি।
এমএইচএস