রাশিয়া-ইউক্রেন সংঘাত : সর্বশেষ যা জানা যাচ্ছে

ইউক্রেনে রুশ অভিযান শুরুর এক সপ্তাহ হতে যাচ্ছে। এরই মধ্যে সীমান্তবর্তী বেশ কিছু অঞ্চল দখলে নিয়েছে রাশিয়া। কিয়েভের দিকে আক্রমণ বাড়ছে।
ইউক্রেনের স্থানীয় সময় বুধবার সকাল ৭টা পর্যন্ত ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা-
বাইডেনের ভাষণ : যুক্তরাষ্ট্র সময় মঙ্গলবার রাতে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে রুশ হামলার নিন্দা জানিয়েছেন। রুশ বিমানের জন্য যুক্তরাষ্ট্রের আকাশসীমা বন্ধের ঘোষণাও দেন তিনি। রুশ ধনকুবেরদের বিষয়ে তদন্তে হবে। একইসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে কোনো সেনা মোতয়েন করবেন না।
লড়ে যাচ্ছে কিয়েভ : ইউক্রেনের রাজধানী কিয়েভে মঙ্গলবার রকেট হামরা চালানো হয়েছে। রুশ বাহিনীর সতর্কতার পরই একটি হলোকাস্ট স্মৃতিসৌধে ও একটি হাসপাতালে হামলা হয়। এছাড়া কিয়েভের টেলিভিশন টাওয়ারেও হামলা হয়েছে। যা থেকে ধারণা করা হচ্ছে যে, রাশিয়া শহরের যোগাযোগ ব্যবস্থা ভেঙে দিতে চায়।
অন্যান্য শহরেও হামলা চলছে : অন্যান্য গুরুত্বপূর্ণ শহরের হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে বোমা হামলার মাত্রা বেড়েছে। এছাড়া ক্রিমিয়ান উপত্যকার কাছাকাছি এলাকা খারসনের কেন্দ্র রুশ বাহিনী দখল করেছে। ২০১৪ সাল থেকে ইউক্রেন নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে রাশিয়া।
মৃত্যু : জাতিসংঘ বলছে, হামলার শুরু থেকে এ পর্যন্ত ১৩ শিশুসহ ১৩৬ জন নিহত হয়েছেন। তবে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, হামলা শুরুর পর এ পর্যন্ত ৩৫২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ১ হাজার ৬৮৪ জন আহত হয়েছেন।
যা বলছেন জেলেনস্কি : একটি বাঙ্কার থেকে সিএনএন ও রয়টার্সের সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উদ্দেশে আর্জি জানান, রাশিয়ার বিষয়ে তিনি যেন কঠোর একটা বার্তা দেন। রাশিয়ার সঙ্গে আলোচনায় বসে ইউক্রেন সময় নষ্ট করছে কি না- এমন প্রশ্নের স্পষ্ট কোনো জবাব দেননি তিনি। একইসঙ্গে অনতিবিলম্বে ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করে নেওয়ার আহ্বান জানান তিনি।
রাশিয়া-ইউক্রেন আলোচনা : হামলা শুরুর সোমবার প্রথমবারের মতো আলোচনায় বসে দু’পক্ষ। রাশিয়ার তরফ থেকে বলা হচ্ছে বুধবার দ্বিতীয় দফায় আলোচনা হবে। কিন্তু ইউক্রেন এখনও এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি।
এনএফ